
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ০৩:৩৯ পিএম
৭৫তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ী যারা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০১৮, ০৯:২৭ এএম

আরও পড়ুন
যৌন হয়রানির বিরুদ্ধে কালো পোশাকে তারকাদের উপস্থিতির মধ্য দিয়ে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল বিনোদন বিশ্বের অন্যতম সর্বোচ্চ সম্মাননা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের ৭৫তম আসর। যুক্তরাষ্ট্রের বেভারলি হিলটনে অনুষ্ঠিত এবারের অনুষ্ঠানে তারকারা কালো পোশাক পরে উপস্থিত হয়েছিলেন। বিশ্বব্যাপী যৌন হয়রানির বিরুদ্ধে এটা ছিল তাদের প্রতীকী প্রতিবাদ।
এবারের আসরে সর্বোচ্চ সম্মাননা ‘সেসিল বি ডিমিলে অ্যাওয়ার্ড’ পেয়েছেন অপরাহ উইনফ্রে। চলচ্চিত্র বিভাগে জয়ী হয়েছেন যারা- সেরা চলচ্চিত্র (নাট্য) : থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি, সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল, কমেডি) : লেডি বার্ড, সেরা পরিচালক (চলচ্চিত্র) : গিলেরমো ডেল টোরো (দ্য শেইপ অব ওয়াটার), সেরা চলচ্চিত্র অভিনেত্রী (নাট্য) : ফ্র্যান্সেস ম্যাক ডর্ম্যান্ড (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবং মিসৌরি), সেরা চলচ্চিত্র অভিনেতা (নাট্য) : গেরি ওল্ডম্যান (ডার্কেস্ট আওয়ার), সেরা চলচ্চিত্র অভিনেত্রী (মিউজিকাল, কমেডি) : সিওরশা রোনান (লেডি বার্ড), সেরা চলচ্চিত্র অভিনেতা (মিউজিক্যাল, কমেডি): জেমস ফ্রাঙ্কো (দ্য ডিসাস্টার আর্টিস্ট), সেরা পার্শ্ব অভিনেত্রী (চলচ্চিত্র) : এলিসন জ্যানি (আই টনিয়া), সেরা পার্শ্ব অভিনেতা (চলচ্চিত্র) : স্যাম রকওয়েল (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি), সেরা চলচ্চিত্র (অ্যানিমেশন) : কোকো, সেরা চলচ্চিত্র (বিদেশি ভাষা) : ইন দ্য ফেড, সেরা সঙ্গীত: দ্য গ্রেটেস্ট শোম্যান (দিস ইস মি), সেরা অরিজিনাল স্কোর (চলচ্চিত্র) : দ্য শেপ অব ওয়াটার, সেরা স্ক্রিন প্লে: মার্টিন ম্যাকডোনা (থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং মিসৌরি)।
টেলিভিশন বিভাগে যারা জয়ী হয়েছেন- সেরা টেলিভিশন সিরিজ (নাট্য) : দ্য হ্যান্ডমেইড’স টেইল, সেরা সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র : বিগ লিটল লাইস, সেরা টেলিভিশন সিরিজ (মিউজিক্যাল, কমেডি): দ্য মার্ভেলাস মিসেস মেইসেল, সেরা অভিনেত্রী (সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : নিকোল কিডম্যান (বিগ লিটল লাইস), সেরা অভিনেতা (সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : ইওয়ান ম্যাক গ্রেগর (ফার্গো), সেরা অভিনেত্রী (টেলিভিশন-নাট্য) : এলিজাবেথ মস (দ্য হ্যান্ডমেইড’স টেইল), সেরা অভিনেতা (টেলিভিশন-নাট্য): স্টার্লিং কে ব্রাউন (দিস ইজ আস), সেরা অভিনেত্রী (টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল, কমেডি) : র্যাশেল ব্রোসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল), সেরা অভিনেতা (টেলিভিশন সিরিজ-মিউজিক্যাল, কমেডি) : আজিজ আনসারি (মাস্টার অব নান), সেরা পার্শ্ব অভিনেত্রী (টেলিভিশন সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : লরা ডার্ন (বিগ লিটল লাইস), সেরা পার্শ্ব অভিনেতা (টেলিভিশন সিরিজ, লিমিটেড সিরিজ, টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র) : আলেক্সান্ডার স্কার্সগার্ড (বিগ লিটল লাইস)।