একজন নাট্যাভিনেত্রী হিসেবেই জনপ্রিয় ফারজানা ছবি। তবে মাঝে মধ্যে সিনেমাতেও অভিনয় করেন। করোনাকালেও অভিনয়ে ব্যস্ত আছেন তিনি।
তবে অভিনয়ের পাশাপাশি নানামুখী কর্মকাণ্ডে ব্যস্ত দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় করোনাকালে এটিএন বাংলা আয়োজন করে ‘আগামীর তারকা’ নামের একটি অনলাইন প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতায় একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারজানা ছবি। সেই কাজটি সফলভাবে সম্পন্ন করার জন্য এটিএন বাংলা থেকে সম্মাননা পেয়েছেন এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে তিনি বলেন, যে কোনো সম্মানই আনন্দের। এটিএন বাংলা আমাকে যেভাবে সম্মানিত করেছে তাতে আমি আনন্দিত। ভবিষ্যতেও এই চ্যানেলের এ ধরনের কাজে যুক্ত হওয়ার আশাবাদ রাখছি।
এদিকে নাটকে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। পাশাপাশি সিনেমাতেও দেখা যাচ্ছে। কিছুদিন আগে অঞ্জন আইচের পরিচালনায় ‘কানামাছি’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন। এদিকে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত একজন নাট্যশিল্পী হিসেবে অডিশন দিয়েছেন তিনি।