Logo
Logo
×

বিনোদন

যে কারণে ক্যাটরিনাকে ঘৃণা করতেন বলিউডের ২ নায়ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৩:৫৪ পিএম

যে কারণে ক্যাটরিনাকে ঘৃণা করতেন বলিউডের ২ নায়ক

বলিউডের দুই নায়ক তাকে ঘৃণা করতেন বলে জানিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর সেই দুই নায়ক হলেন বরুন ধাওয়ান ও অর্জন কাপুর।

কয়েক বছর আগে ‘কফি উইথ করণ’-এ এসে নায়িকা নিজেই এ তথ্য ফাঁস করেছিলেন।

বলিউডের সহকর্মীদের সঙ্গে ক্যাটরিনার সুসম্পর্ক থাকলেও তারা দুজন কেন পছন্দ করতেন না সেই কারণও বলেছিলেন তিনি।  
 
আনন্দবাজার জানিয়েছে, ক্যাটরিনার বয়স তখন মাত্র ১৭ বছর। একদিন সালমান খানের সঙ্গে ব্যান্ডস্ট্যান্ডে হাঁটতে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বরুন ও অর্জুন। 

ক্যাটরিনার ভাষ্য, বরুণ বারবার তার দিকে তাকাচ্ছিল। পুরো বিষয়টি নজর এড়ায়নি সালমানের। 

ক্যাটরিনার প্রতি বরুনের এই আকর্ষণ মোটেই ভালোভাবে নেননি ‘ভাইজান’। ফলে স্বাভাবিকভাবেই ‘ঝামেলায়’ পড়তে হয় তাকে। তবে বরুন কী ধরনের সমস্যায় পড়েন, সে কথা বলেননি ক্যাটরিনা।

ওই ঘটনার পর থেকেই বরুনের কাছে অপ্রিয় হয়ে ওঠেন ক্যাটরিনা। ‘আই হেট ক্যাটরিনা’ ক্লাব শুরু করেন তিনি। সেই ক্লাবে সদস্য হিসেবে যোগ দেন অর্জুন। 

ক্যাটরিনা বলেন, ওরা দুজন আমাকে অকারণে ঘৃণা করত। আমি কিছুই জানি না। আমি তো নিজের মতো হাঁটছিলাম। 

নায়িকা বলেন, আমি জানি বরুন কেন এই ক্লাবটা তৈরি করেছিল। কিন্তু অর্জুন কেন যোগ দিয়েছিল জানি না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম