
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০১:০৭ এএম
বাংলাদেশি যে গায়কের গানে মুগ্ধ স্টার জলসার ‘পাখি’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২১, ১০:৪৩ পিএম

তানভির ইভান ও মধুমতি সরকার। ফাইল ছবি
বাংলাদেশের এক গায়কের গানের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় টিভি চ্যানেল স্টার জলসার পাখি চরিত্রে অভিনয় করা আলোচিত অভিনেত্রী মধুমিতা।
আলোচিত সেই গায়ক হলেন তানভির ইভান।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তানভির ইভান গানটি গাইছেন জানার পরেই কাজ করতে রাজি হয়ে যান মধুমিতা। বাংলাদেশের এই তরুণ গায়কের অনুরাগী তিনি।
তার ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা স্পষ্ট হয়ে যায়। তানভিরের গাওয়া গান একাধিকবার রিল এবং স্টোরিতে ব্যবহার করেছেন জনপ্রিয় এ অভিনেত্রী।
জনপ্রিয় এ দুই তারকার অভিনীত ‘বুঝে না সে বুঝে না’ সিরিয়াল দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার সেই জুটি আবারও নতুন আরও একটি কাজে চুক্তিবদ্ধ হয়েছেন।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়,এক সময় নাকি তাদের সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল। টানা তিন বছর একই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পরেও নাকি দুই সহকর্মীর মধ্যে তৈরি হয়েছিল দূরত্ব। কিন্তু সব জল্পনা উড়িয়ে দীর্ঘ পাঁচ বছর পরে আবার একসঙ্গে কাজ করলেন যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘ও মন রে’ গানটির ভিডিও জুটি হিসেবে প্রত্যাবর্তন ঘটবে তাদের।
এ বিষয়ে অভিনেত্রী মধুমিতা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করে বলেন,তানভিরের গান আমার অনেক দিন ধরেই ভাল লাগে। নতুন গানটা শুনেই পছন্দ হয়ে গিয়েছিল। ওর সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি। আশা করি এই গানটাও সকলে পছন্দ করবেন।
প্রসঙ্গত, ওই মিউজিক ভিডিওর সুবাদে ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের নায়ক যশের সঙ্গে পাঁচ বছর পরে আবার একসঙ্গে কাজ করেছেন মধুমিতা সরকার। ভেঙ্কটেশ ফিল্মসের প্রযোজনায় ‘ও মন রে’ গানটির ভিডিও জুটি হিসেবে প্রত্যাবর্তন ঘটছে তাদের।