Logo
Logo
×

বিনোদন

শাহেদ আলীতে নির্ভরতা সবার

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৫:১৪ এএম

শাহেদ আলীতে নির্ভরতা সবার

শাহেদ আলী সুজন। একজন দক্ষ অভিনেতা। মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও এখন সব মাধ্যমেই প্রতিভার স্বাক্ষর রেখে কাজ করছেন। অভিনয়ের ধারাবাহিকতায় আগামী ঈদে তার অভিনীত একাধিক নাটক প্রচার হবে।

আগামী ঈদের জন্য তিনি এরই মধ্যে শেষ করেছেন তানিম রহমান অংশুর ফিকশন ‘সাহসিকা’, মাবরুর রশীদ বান্নাহর নাটক ‘মায়ের ডাকে’, সাইদুর ইমনের ‘টোয়েন্টি ফোর আওয়ার্স’, জাহিদ প্রীতমের ‘ভয় পেওনা’, রাফাত মজুমদার রিংকুর ‘দ্য ডিরেক্টর’, রেজানুর রহমানের ‘করোনাকালের ভালোবাসা’, সঞ্জয় সমদ্দারের ওয়েব সিরিজ ‘অমানুষ’, অনন্য মামুনের সিনেমা ‘অমানুষ’, আশফাক নিপুণের ওয়েব সিরিজ ‘জিরো টলারেন্স, রুবেল হাসানের একটি নাটক ও ভিকি জায়েদ’র নাটক ‘পূণর্জন্ম’ নাটকের কাজ।

প্রত্যেকটিতে শাহেদ আলীকে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা যাবে। শাহেদ আলী এবারের ঈদের প্রত্যেকটি কাজ নিয়ে ভীষণ আশাবাদী।

করোনার এ সময়ে কাজ করা এবং নির্মাতাদের তাকে ঘিরে আস্থা তৈরি হওয়া প্রসঙ্গে শাহেদ আলী বলেন, এটা আসলে আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়ায় সম্ভব হয়েছে। আমি আমার আজকের অবস্থান নিয়ে সবসময়ই শুকরিয়া আদায় করি। আমার সমসাময়িক অনেকেই অভিনয় করছেন। কিন্তু তারপরও ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং চরিত্রগুলোর জন্য নির্মাতারা আমার ওপর নির্ভর করছেন, আস্থা রাখছেন। আমি নির্মাতাদের এই আস্থার প্রতি শ্রদ্ধা রেখেই আগামী দিনগুলোতে অভিনয়ে আরও ভালোভাবে উপস্থাপন করতে চাই। অবশ্যই দর্শকের কাছে কৃতজ্ঞ যে তারা আমার অভিনীত কাজগুলো নিয়মিত দেখছেন এবং তাদের ভালোলাগা মন্দলাগা নানান মাধ্যমে আমার সঙ্গে শেয়ার করছেন।

ঈদের পর একাধিক নতুন কাজ নিয়ে অভিনয়ে ব্যস্ত হবেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম