Logo
Logo
×

বিনোদন

নতুন সাত বিজ্ঞাপনে হিমি

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০২ জুলাই ২০২১, ১২:৩৫ এএম

নতুন সাত বিজ্ঞাপনে হিমি

গত বছর বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয়ের জন্য মনোনীত হয়ে আলোচনায় জায়গা করে নিয়েছিলেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তবে বায়োপিকের শুটিং শুরুর প্রাক্কালে আকস্মিকভাবে বাদ পড়েন হিমি। 

প্রায় ছয় মাস ধরে বায়োপিকে অভিনয়ের জন্য প্রস্তুতিও নিয়েছিলেন তিনি। তবে সেই মনভাঙার ঘটনার পর আবারও অভিনয়ে মনযোগী হয়েছেন এ অভিনেত্রী। নাটকের পাশাপাশি টিভি বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করছেন এই অভিনেত্রী। 

কঠোর লকডাউন শুরুর আগেই চয়টি বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। ঈদের আগেই সপ্তম বিজ্ঞাপনটির শুটিং করবেন হিমি। 

বিজ্ঞাপনে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটি প্রতিষ্ঠানেরই পাঁচটি বিজ্ঞাপনে অভিনয় করেছি। ঈদের আগেই আরেকটির কাজ শেষ করব। সব মিলিয়ে টিভিতে এগুলোর প্রচার শুরু হলে আমাকে বারবার দেখা যাবে। নাটক একবারই প্রচার হয় কিন্তু বিজ্ঞাপন প্রচার হয় অসংখ্যবার। তাই বিজ্ঞাপনে কাজ করে ভালো লাগে। তবে নাটকেও অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।’ 
এদিকে ঈদের নাটকে অভিনয়ের একাধিক প্রস্তাব থাকলেও সর্বাত্মক লকডাউনের কারনে শুটিং সিডিউল পরিবর্তন করেছেন এই অভিনেত্রী। 

ধারাবাহিক নাটকে উপস্থিতি আছে এই অভিনেত্রীর। শামীম জামানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘প্রিয়জন’, মুরাদ পারভেজের ‘স্মৃতির আলপনা আঁকি’ এবং সোহেল রানা ইমনের ‘গোবিন্দপুরের গল্প’ নাটকে অভিনয় করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম