Logo
Logo
×

বিনোদন

এটিএম শামসুজ্জামানের যে নাটক ১ কোটিরও বেশি মানুষ দেখেছে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৮:১৫ পিএম

এটিএম শামসুজ্জামানের যে নাটক ১ কোটিরও বেশি মানুষ দেখেছে

এটিএম শামসুজ্জামান। ফাইল ছবি

সদ্য প্রয়াত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামানের একটি নাটক ইউটিউবে ১ কোটি বারের চেয়েও বেশি দেখেছে দর্শকরা।

সেরা কিপ্টুস নামের ওই নাটকটি এটিএম শামসুজ্জামানেরই লেখা। স্বপ্নের কারিগর নামের ইউটিউব চ্যানেলে প্রচারিত ওই নাটকটি পরিচালনা করেছেন মোশারফ হোসেন লিটন। নাটকটিতে অভিনয় করেছেন মীম, আহসান হাবিব নাসিম, মিয়া মোহাম্মদ নাঈম, উপমা রাহা জ্যোতি, দিয়া, সাথী, আকাশ, অদিত। নাটকটিতে আবহ সঙ্গীত পরিচালনা করেছেন বিপ্লব বড়ুয়া। 

নাটকটি ইউটিউবে প্রচুর দর্শক দেখলেও  আপলোড হওয়া নাটকটিতে দর্শকরা শেষ দিকে অস্পষ্টতা রয়েছে। নাটকের শেষ দৃশ্যটা অসম্পূর্ণ মনে হয়েছে। যার কারণে অনেক দর্শক মনে করেছেন এটি হয়তো দ্বিতীয় পার্ট হিসেবে পরবর্তীতে সম্প্রচারিত হবে। 

প্রসঙ্গত, গত ২০ ফেব্রুয়ারি অভিনেতা এ টি এম শামসুজ্জামান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে  তার বয়স হয়েছিল ৮০ বছর।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম