সঞ্জয়ের ওপর অযথা কৌতূহল দেখাবেন না: ইরফানের ছেলে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২ আগস্ট ২০২০, ০৪:১০ পিএম
সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়েই তোলপাড় বলিউড।
এরই মধ্যেই বলিউডের মুন্নাভাই সঞ্জয় দত্তের ক্যান্সারের খবর নিয়ে গুজব ছড়ানো প্রতিযোগিতা শুরু হয়েছে।
সঞ্জয় দত্তের শারীরিক অবস্থা নিয়ে ভুল কোনো তথ্য প্রচার না করতে অনুরোধ জানিয়েছিলেন তার স্ত্রী মান্যতা। এবার মান্যতার সঙ্গে যুক্ত হলেন বলিউডের প্রয়াত শক্তিমান অভিনেতা ইরফান খানের ছেলে বাবিল।
সোশ্যাল মিডিয়ায় ইরফান ও সঞ্জয়ের সাদা-কালো একটি ছবি পোস্ট করে বাবিল বলেছেন, ‘এই কঠিন পরিস্থিতিতে সঞ্জয় দত্তের পরিবারের পাশে থাকুন। কিন্তু অযথা কৌতূহল বাড়িয়ে তাদের ওপরে চাপ সৃষ্টি করবেন না।’
ইরফান তনয় আরও বলেন, আমার বাবার ক্যান্সার ধরা পড়ার পরে সঞ্জয় দত্তই প্রথম ব্যক্তি যিনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন। বাবা মারা যাওয়ার পরেও আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। এজন্য আমরা সঞ্জয়ের প্রতি কৃতজ্ঞ।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলে নিউরোএন্ডোক্রাইন ক্যান্সারে ভুগে না ফেরার দেশে চলে যান ইরফান।