Logo
Logo
×

বিনোদন

প্রয়াত রাজ্জাককে নিয়ে শাকিবের আবেগঘন স্ট্যাটাস

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৮:০২ এএম

প্রয়াত রাজ্জাককে নিয়ে শাকিবের আবেগঘন স্ট্যাটাস


করোনাকালে শুটিং ও সিনেমাহলগুলো বন্ধ থাকায় গুমোট এক পরিবেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে। 

এরই মধ্যে শিল্পী সমিতির কিছু বিষয় নিয়ে উত্তপ্ত বাংলাদেশ চলচ্চিত্র এফডিসি। 

এমন দুর্বিসহ পরিস্থিতিতে ঢাকাই বাংলা ছবির কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে স্মরণ করলেন হালের সবচেয়ে জনপ্রিয় নায়ক শাকিব খান। 

মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নায়করাজের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন শাকিব খান।

শাকিব খানের সেই স্ট্যাটাসটি পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো, 

‘চলচ্চিত্রের এই দুঃসময়ে সত্যি আজ আপনার কথা খুব মনে পড়ছে। আপনি বেঁচে থাকলে আপনাকে সঙ্গে নিয়ে হয়তো চলচ্চিত্রকে আরও অনেক দূরে নিয়ে যেতে পারতাম এবং সব সমস্যার খুব দ্রুত সমাধান করে ফেলতাম। হে পরম শ্রদ্ধেয় ওপারে অনেক ভালো থাকেন, শান্তিতে থাকেন আমাদের নায়করাজ রাজ্জাক।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম