বন্যাকে নিয়ে ‘অশ্লীল’ উক্তি, বিচার চাইলেন বাচ্চু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৫:৩২ এএম
প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশবরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
তার আক্রান্ত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক মন্তব্য দেখা গেছে।
সেসব মন্তব্যে বন্যাকে নিয়ে অশ্লীল উক্তি করা হয়েছে জানিয়ে প্রতিবাদ করেছেন বিশিষ্ট নাট্যজন ও চলচ্চিত্র পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।
বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়ে এ প্রতিবাদ জানিয়ে অশ্লীল উক্তিকারীদের বিচার চাইলেন তিনি।
স্ট্যাটাসে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু লিখেছেন– বরেণ্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার করোনায় আক্রান্ত হওয়া নিয়ে কতিপয় অসুস্থ মানসিকতার 'নামানুষ' যেভাবে অশ্লীল উক্তি করছে, তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ এনে কোনো শিল্পী বা শিল্পী সংগঠন এখনও শাস্তি দাবি করেনি। অথচ ওয়েব সিরিজে অশ্লীলতার বিরুদ্ধে সবাই দেশ ও সংস্কৃতি রক্ষা ও দোষী নির্মাতার শাস্তি দাবি করে আইনানুগ ব্যবস্থার সুপারিশ করেছেন।
বাচ্চু আরও লিখেছেন, আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মানবিক সংস্কৃতিবিরোধী অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি বিধানের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।