করোনা আতঙ্কের মধ্যেই নতুন এক ঘটনায় বেশ আতঙ্কে দিন কাটল ভারতীয় সিনেমার সুপারস্টার রজনীকান্তের।
দক্ষিণী এই তারকার বাড়িতে বোমা হামলা হতে যাচ্ছে এমন খবর পেয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ।
তামিল সংবাদমাধ্যম নিউজ৭’র খবরে বলা হয়েছে, গত ১৮ জুন বিকালে চেন্নাই পুলিশের অ্যাম্বুল্যান্স কন্ট্রোল সেন্টারে জরুরি নম্বরে (১০৮) একটি ফোন আসে। সেখানে কোনো এক ব্যক্তি জানান, রজনীকান্তের চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাসভবনে বোমা রাখা রয়েছে। খবর পেয়েই অভিনেতার বাড়িতে তৎক্ষণাৎ ডগ ও বম্ব স্কোয়াড নিয়ে হাজির হয় চেন্নাই পুলিশের একটি টিম।
কিন্তু করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় রজনীকান্তের পরিবার পুলিশ দলকে প্রথমে বাড়ির ভেতরে প্রবেশ করতে দেয়নি।
অনেকক্ষণ বাড়ির বাইরে অপেক্ষার পর চেন্নাই পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তা রজনীকান্তকে ফোন করে কোনোরকম ঝুঁকি নিতে চান না বলে জানান। তারপরই বোম্ব স্কোয়াডকে বাড়িতে ঢুকতে দেয় পরিবার।
এরপর চিরুনি তল্লাশি করে অ্যাম্বুল্যান্স কন্ট্রোল সেন্টারে আসা ওই ফোনের বক্তব্যের সত্যতা খুঁজে পায়নি চেন্নাই পুলিশ।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, এটি ‘প্রাঙ্ক’ কল ছিল। করোনাকালে এমন রসিকতা কে করেছে তার খোঁজে নেমেছে পুলিশ।
এদিকে বোমা আতঙ্কের খবর ছড়িয়ে যাওয়ার পর পর প্রিয় অভিনেতার বাড়ির সামনে ভিড় জমান ভক্তরা। করোনাকালে সেই কৌতুহলী জনতার ভিড় সামাল দিতে গিয়ে হিমসিম খেতে হয় পুলিশ বাহিনীকে।