
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১২ এএম
করোনাভাইরাস নিয়ে বাংলা অ্যানিমেশন সিরিজ

যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২০, ০৪:৪৩ পিএম

বাংলা অ্যানিমেশন সিরিজ, ছবি সংগৃহীত
সাধারণ মানুষকে সচেতন করতে এবার প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে তৈরি হল বাংলা অ্যানিমেশন ওয়েব সিরিজ।
সোমবার ১০ পর্বের ওয়েব সিরিজটির প্রথম পর্ব ইউটিউবে প্রকাশিত হয়েছে।
করোনাভাইরাস কীভাবে ছড়ায় ও কীভাবে প্রতিরোধ করা যায় এসব বিষয় তুলে ধরা হয়েছে সিরিজটিতে। করোনা নিয়ে নির্মিত এ সিরিজটির নাম দেয়া হয়েছে ‘করোনা কাল’।
এটি পরিচালনা করেছেন আকতারুল আলম তিনু। এর থ্রিডি অ্যানিমেশন ও সম্পাদনার কাজও তিনি করেছেন।
তিনু জানান, ধারাবাহিকভাবে ১০ পর্ব প্রকাশিত হবে।
করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষকে সচেতন করতে করোনা কাল নামের সিরিজটি তৈরি করা হয়েছে। বাংলাদেশে অঘোষিত লকডাউন চলছে, তাই বাইরে শুটিং না করে ঘরে বসে মানুষকে সচেতন করার জন্য এমন ভাবনা থেকে এটি নির্মাণ করা বলে জানান তিনু।
আপাতত ১০ পর্ব প্রকাশের করার ইচ্ছা আছে। তবে পর্ব আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে বলেও জানান তিনি।
সিরিজটির গল্প ভাবনায় আছে টিম আট। এতে কণ্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু, মঈনুল ইসলাম সাইদী ও মার্জিয়া নাহার শাওনা।
প্রযোজনা করেছে ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন। আর প্রকাশিত হচ্ছে সি-মিউজিক মোশনের ব্যানারে।