Logo
Logo
×

বিনোদন

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিত্রনায়ক জাভেদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৪:১৮ পিএম

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিত্রনায়ক জাভেদ

জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন জনপ্রিয় চিত্রনায়ক ও নৃত্য পরিচালক ইলিয়াস জাভেদ।  

তাকে নিয়ে হাসপাতালে গেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।  

তিনি বলেছেন, জাভেদ ভাই গুরুতর অসুস্থ। আমি ও মিশা সওদাগর ভাই তাকে উত্তরার একটি হাসপাতালে বেসছি। আমাদের সঙ্গে জাভেদ ভাইয়ের স্ত্রীও রয়েছেন।  

ইলিয়াস জাভেদের জন্য দোয়া চেয়ে জায়েদ আরো বলেন, অনেক আগে থেকেই মূত্রনালীতে সমস্যায় ভুগছেন জাভেদ ভাই। আগামীকাল সকালে তার অপারেশন হতে পারে। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে সার্বক্ষণিক খোঁজখবর রাখছি।

১৯৪৪ সালে আফগানিস্তানে জন্মগ্রহণ করেন ইলিয়াস জাভেদ।  পরে পেশোয়ার হয়ে পাঞ্জাবে আসেন। শৈশব থেকে অভিনয় করা ইচ্ছা ছিল তার। এ নিয়ে ধর্মপরায়ণ বাবার সঙ্গে দ্বন্দ্ব বাঁধে তার। এক পর্যায়ে পাঞ্জাব ছেড়ে ঢাকায় চলে আসেন জাভেদ।  

প্রসঙ্গত, ১৯৬৬ সালে উর্দু সিনেমা ‘পায়েল’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জাভেদ ইলিয়াসের। ৮০ দশকে জনপ্রিয় চিত্রনায়কদের মধ্যে অন্যতম তিনি।  এছাড়াও নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক হিসাবে সুখ্যাতি রয়েছে তারা।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম