Logo
Logo
×

বিনোদন

হঠাৎ বিয়ের পিঁড়িতে সুজন-রোদেলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৫ পিএম

হঠাৎ বিয়ের পিঁড়িতে সুজন-রোদেলা

কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই বিয়ে করে ফেললেন মডেল ও অভিনেতা সুজন ও রোদেলা। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটর এলাকার একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। 

রাতে বিয়ের খবর নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন। 

সেইসঙ্গে বিয়ের অনুষ্ঠানের ছবিও দিয়েছেন তারা। পরে অবশ্য নিজেদের ওয়াল থেকে ছবিগুলো সরিয়ে ফেলেছেন তারা। 

শুক্রবার দুপুরে বিয়ের খবরটি নিশ্চিত করেন রোদেলা জান্নাত জানানা, তিনি এখন শ্বশুরবাড়িতে আছেন।

মডেলিং আর অভিনয়ে অনেক দিন ধরে আছেন খালেদ সুজন। ‘বেপরোয়া’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। 

অন্যদিকে ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়েই সবার নজরে আসেন রোদেলা জান্নাত।

জান্নাতের ভাষ্য, বিয়ের আয়োজনটা হঠাৎ করেই করা হলেও আমাদের পরিচয় হঠাৎ নয়। চার বছর আগে ফেসবুকে আমাদের পরিচয় হয়। এরপর বন্ধুত্ব গভীর হয়। আমরা দুজন দুজনকে জানি, বুঝি। শেষে দুই পরিবারের সম্মতিতে আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। 

তিনি জানান, আপাতত দুই পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষ ছিল। আগামী মাসে বড় আয়োজন করে প্রয়োজনীয় সবাই নিমন্ত্রণ করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম