Logo
Logo
×

বিনোদন

‘জীবন পারফেক্ট নয়’, কেন বললেন জয়া আহসান?

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫৩ পিএম

‘জীবন পারফেক্ট নয়’, কেন বললেন জয়া আহসান?

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। প্রতিদিনই নিত্যনতুন রূপে নিজেকে সাজিয়ে তুলেন। আর জয়ার সাজে মুগ্ধ তার ভক্তরা। 

তাই নেটিজেনদের প্রতিদিনের চর্চার বিষয় এখন জয়ার সাজ।

সম্প্রতি সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে জয়া লিখেছেন– ‘জীবন সবসময় পারফেক্ট হতে পারে না। কিন্তু নখ হতে পারে।’

ছবিতে দেখা যাচ্ছে তিনি স্যালোতে। ক্রিম রঙের পোশাকে তার লম্বা সুন্দর ম্যানিকিওর করা নখের ছবি দিয়েই পাগল করে দিয়েছেন ওপারের ‘পদ্মা’।

কেউ কমেন্টে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন জয়াকে। কেউ জয়ার সঙ্গে সময় কাটাতে চাইছেন।

জয়া বাংলাদেশে সদ্যই শেষ করেছেন একটি রান্নার বিজ্ঞাপনের শুট। বাংলাদেশেই একটি স্যালোর উদ্বোধন করতে গিয়েই এই ছবি পোস্ট 
করেন জয়া। 

ফ্যাশন নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌন্দর্য মানুষের ভেতরের। আর ফ্যাশন তার বাইরের প্রকাশমাত্র।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম