
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১২ এএম
বিয়ের আগেই নেহা কক্করের যে ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০০ পিএম

আরও পড়ুন
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর আরেক সংগীতশিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্যকে বিয়ে করতে চলেছেন।
শোনা যাচ্ছে, আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা।
তবে বিয়ে নিয়ে খোলাখুলি কোনো মন্তব্য করেননি নেহা ও আদিত্য।
বিয়ের এমন গুঞ্জনের মধ্যে ভাইরাল হলো নেহা-আদিত্যের অন্তরঙ্গ ভিডিও।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে এমনটিই জানানো হয়েছে।
খবরে বলা হয়, সম্প্রতি গোয়ায় বেড়াতে যান নেহা কক্কর ও আদিত্য নারায়ণ। সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে না হতেই এবার প্রকাশ্যে এলো তাদের বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি। এমনকি ভিডিও।
রিয়েলিটি শোর মঞ্চে দুজনকে অন্তরঙ্গভাবে নাচতে দেখা গেলেও বাস্তবে যে রসায়ন চমৎকার, সেটি বলার অপেক্ষা রাখে না।
এর আগে হিমাংশুর সঙ্গে সম্পর্ক ভেঙে যায় নেহার। এর পর থেকে আদিত্যকে বিয়ে করছেন বলে সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।
তাদের এ বিয়েতে নাকি সম্মতি দিয়েছেন আদিত্যের বাবা উদিত নারায়ণ নিজেই।
আদিত্য বর্তমানে ভারতের সনি চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো ইন্ডিয়ান আয়ডল ১১-এর উপস্থাপনার দায়িত্বে রয়েছেন। আর এই শোয়ে বিচারকের আসনে আছেন নেহা কক্কর।