Logo
Logo
×

বিনোদন

বোম্বেতে মায়ের গর্ভে, জন্ম ইন্দোরে: সালমান খান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৩:১১ পিএম

বোম্বেতে মায়ের গর্ভে, জন্ম ইন্দোরে: সালমান খান

ছবি: সংগৃহীত

ভারতের ইন্দোরে চলতি বছরের আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার (আইফা অ্যাওয়ার্ডস) অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৯-২৯ মার্চের এই সম্মানজনক ও মেগা ইভেন্টটির আগে ভোপাল শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বলিউড তারকা সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের উপস্থিতিতে এ ঘোষণা দিয়েছে আইফা কর্তৃপক্ষ।

ইন্দোর কেবল কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরেরই জন্মস্থান নয়;  বলিউড মহাতারকা সালমান খানও জন্মেছেন এই শহরে। তিনি বলেন, যদিও বোম্বেতেই আমি মায়ের গর্ভে এসেছি, কিন্তু জন্মগ্রহণ করেছি ইন্দোরে।

২০০০ সালে শুরু হয়েছিল আইফা অ্যাওয়ার্ডস দেয়ার এই সংস্কৃতি। এবার সেটির ২১তম আসর। এরই মধ্যে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির হাইপ্রোফাইল ইভেন্টে পরিণত হয়েছে এটি।

আইফা অ্যাওয়ার্ডস বিশ্বের বিভিন্ন শহরে আয়োজিত হয়েছে। এর আগে নিউইয়র্ক, মাদ্রিদ, ব্যাংকক ও সিঙ্গাপুরেও আয়োজিত হয়েছিল। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম