মাকে নিয়ে গাইলেন শাকিব-অপুর সন্তান আব্রাম (ভিডিও)
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২০, ০১:৩৩ পিএম
![মাকে নিয়ে গাইলেন শাকিব-অপুর সন্তান আব্রাম (ভিডিও)](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/01/30/image-273149-1580369804.jpg)
ছবি: সংগৃহীত
অভিনেতা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র ছেলে আব্রাম খান জয়ের গান গাওয়ার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
বেশ কয়েক দিন আগে মা-বাবাকে নিয়ে সুরে সুরে সে গেয়েছে ‘মাম্মি অ্যান্ড ড্যাডি আই লাভ ইউ/কাম টু মি হোয়েন আই কল ইউ’। সামাজিকমাধ্যমে সেই ভিডিও বেশ তারিফ কুড়িয়েছিল।
এবার মাকে নিয়ে গাইলেন আব্রাম। বুধবার অপু বিশ্বাসের বাসায় সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গাইল সে। অনুষ্ঠানে কয়েকজন শিল্পী গান পরিবেশন করছিলেন। তা উপভোগ করছিল আব্রাম।
একপর্যায়ে নিজে একা একা গাইতে শুরু করে। বিষয়টি টের পান কণ্ঠশিল্পী মম। তার পর মাইক্রোফোন ধরলে গেয়ে শোনায় জয়।
গানটি হচ্ছে— ‘আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও
আমার মায়ের মতো
গোলাপকে বলি তুমি মিষ্টি নও
আমার মায়ের মতো
মা যে আমার সবার সেরা
অনন্ত কাল অবিরত।...’
ছোট্ট জয়ের কণ্ঠে ভাঙা ভাঙা কণ্ঠের গান শুনে কেঁদেই ফেললেন অভিনেত্রী অপু। এতে আশপাশের সবাইও আবেগী হয়ে ওঠেন। তাৎক্ষণিক তা ভিডিও করেন নায়িকা তমা মির্জা।
পরে ভিডিওটি তিনি সামাজিকমাধ্যমে ছেড়ে দেন। ভিডিওটি পোস্ট করে তমা মির্জা লেখেন– ওহ মাই গড, ইউ আর দ্য মোস্ট লাকিয়েস্ট মাম ইন দি ইউনিভার্স, অপু বিশ্বাস।
ফেসবুকেও এই ভিডিও বেশ প্রশংসা কুড়িয়েছে। মারিয়াম নেসা সুমি নামের একজন লিখেছেন– এ জন্য একজন স্মার্ট মা দরকার আর অপু তাই করেছে, একাই ছেলেটিকে আগলে রেখেছে।