Logo
Logo
×

বিনোদন

সুবর্ণা-সব্যসাচীর ‘গণ্ডি’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ০২:৪৮ পিএম

সুবর্ণা-সব্যসাচীর ‘গণ্ডি’র ট্রেলার প্রকাশ (ভিডিও)

দুই বাংলার দুই বর্ষীয়ান ও অভিজ্ঞ অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে তৈরি হয়েছে 'গণ্ডি'। সুবর্ণা মুস্তাফা ও সব্যসাচী অভিনীত সিনেমাটির একটি ট্রেলার এরই মধ্যে ইউটিউবে সাড়া ফেলেছে।

গণ্ডি মূলত বন্ধুত্বের গল্প। বন্ধুত্ব যেকোনো বয়সেই হতে পারে। এই সিনেমা দর্শককে পুরনো কোনো বন্ধুর কথা হয়তো মনে করিয়ে দেবে। গল্পের পরতে পরতে থাকছে আবেগ।

ছবির কাহিনি এগিয়ে গেছে ৫৫ ও ৬৫ বছর বয়সী দুজন নারী-পুরুষের জীবনের গল্প নিয়ে। অবসরে থাকা এই বয়সে দুজন নারী-পুরুষের বন্ধুত্ব কেমন হয়, পরিবার এবং আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে নেয়, এসব বিষয় উপজীব্য করেই সিনেমাটি তৈরি।

ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত গণ্ডি ছবির ট্রেলার থেকে গল্পের সেই আভাস পাওয়া গেছে। 

গণ্ডি পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। সুবর্ণা মুস্তাফার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ‘ফেলুদা’খ্যাত শক্তিমান অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। 

আরও অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, মাজনুন মিজান, শুভাশীষ ভৌমিক, আমান রেজা, পায়েল মুখার্জিসহ অনেকে।

ট্রেলার 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম