Logo
Logo
×

বিনোদন

আবারো মা হচ্ছেন ঐশ্বরিয়া?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০৪:২৪ পিএম

আবারো মা হচ্ছেন ঐশ্বরিয়া?

ফাইল ছবি

সুপারস্টারদের যেকোনো খবর ইন্টারনেট জগতে ঝড় তোলো, এটাই স্বাভাবিক। তা যদি হয় চমক জাগানো, তবে কোনো কথাই নেই।

টুইটারে অভিষেক বচ্চনের একটি পোস্ট নিয়ে নতুন আলোচনা তৈরি হয়েছে। মঙ্গলবার এই পোস্টটি করেছেন তিনি। অভিষেক লিখেছেন, বন্ধুরা! সবার জন্য একটি চমক আছে। সঙ্গেই থাকুন।-খবর বিজনেস টাইমসের।

তার এই পোস্টকে অনেকেই স্ত্রী ঐশ্বরিয়ার গর্ভ ধরনের আভাস হিসেবে ধরে নিয়েছেন। তার এই পোস্টের পর একজন লিখেছেন, আবারও পিতা।

আরেক ইন্টারনেট ব্যবহারকারী বলেন, শুভ সংবাদ। এই গুঞ্জনের পেছনে মুখ্য ভূমিকা রেখেছে অভিনেত্রী ঐশ্বরিয়ার একটি ছবি। এতে ভারতের গোয়া এলাকায় অভিষেকের সঙ্গে সৈকতে হাঁটতে দেখা গেছে তাকে। 

ওই ছবি প্রকাশ্যে আসতেই ভক্তদের অনেকেই ঐশ্বরিয়াকে গর্ভবতী ভাবতে শুরু করেন।

বলিউড লাইফের সঙ্গে আলাপকালে একজন প্রত্যক্ষদর্শী অবশ্য এই গুঞ্জনকে উড়িয়ে দেন। তিনি বলেন, ভুল দিক থেকে ছবি তোলাতেই ঐশ্বরিয়াকে ওই দিন গর্ভবতী মনে হচ্ছিল। তবে এই দম্পতি মোটেই দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম