Logo
Logo
×

বিনোদন

পঁচাত্তরের বর, ঊনপঞ্চাশের কনে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ০১:০৯ পিএম

পঁচাত্তরের বর, ঊনপঞ্চাশের কনে

দোলন রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন দীপঙ্কর দে, ছবি সংগৃহীত

দীর্ঘদিনের পার্টনার অভিনেত্রী দোলন রায়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন দীপঙ্কর দে। 

বরের বয়স ৭৫ আর কনের ৪৯ হলেও ভালোবাসার কোনো কমতি নেই। ভালোবাসার কাছে বয়স যে তুচ্ছ— তা আরও একবার প্রমাণ করলেন এই জুটি।
দুই হাত এক হলো দীপঙ্কর দে ও দোলন রায়ের। এ সময় উপস্থিত ছিলেন- ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেনসহ বিশিষ্টজনরা।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় বসেছিল তাদের বিয়ের আসর। ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করলেন তারা। 

সাদা পাঞ্জাবিতে এই বয়সেও দীপঙ্কর যেন তরুণ তুর্কি। অন্যদিকে লাল বেনারসি, মানানসই গহনায় দোলনও অপরূপা। এ সময় তাদের মালাবদলও হয়েছে। 

বহু বছর ধরেই লিভ-ইন সম্পর্কে ছিলেন দীপঙ্কর-দোলন। অবশেষে এক হল চার হাত।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম