আই অ্যাম সো হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড: মিমি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১২:২৪ পিএম
![আই অ্যাম সো হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড: মিমি](https://cdn.jugantor.com/assets/news_photos/2020/01/17/image-268054-1579242444.jpg)
অভিনেত্রী থেকে সংসদ নেত্রী মিমি চক্রবর্তী। একটা সময় অভিনয়েই পুরো সময় ব্যয় করতেন। কিন্তু এখন সেটি পারেন না। পশ্চিমবঙ্গের এ সংসদ সদস্য এখন জনসেবায়ও মগ্ন।
নির্বাচনের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন। এবার পুরদস্তুর কাজে ফিরতে চান এ টালিউড নায়িকা।
সম্প্রতি একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মিমি। ছবির নাম ‘ড্রাকুলা স্যার’। ছবিটি পরিচালনা করেছেন দেবালয় ভট্টাচার্য। ছবিতে মিমির নায়ক অনির্বাণ। এর আগে এ দুজনকে পর্দায় একসঙ্গে কখনও দেখেনি দর্শক।
‘ড্রাকুলা স্যার’-এ এক বিধবা নিঃসঙ্গ, বিষণ্ন নারী চরিত্র মঞ্জরীর ভূমিকায় দেখা যাবে মিমিকে এবং এক প্রাথমিক স্কুলের শিক্ষক রক্তিমের চরিত্রে দেখা যাবে অনির্বাণকে।
দীর্ঘ বিরতি কাটিয়ে আবার শুটিংয়ে ফিরে স্বস্তি ফিরে এসেছে মিমির। এ বিষয়ে এই সুদর্শনী বলেন, 'মনে হচ্ছে, ঘরে ফিরলাম। আই অ্যাম সো হ্যাপি অ্যান্ড রিল্যাক্সড।'
মিমিকে শেষবারের মতো দেখা গিয়েছিল ‘মন জানে না’ ছবিতে।