Logo
Logo
×

বিনোদন

রাতে লন্ডনের রাস্তায় বাজে অভিজ্ঞতা সোনমের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২০, ১২:২১ পিএম

রাতে লন্ডনের রাস্তায় বাজে অভিজ্ঞতা সোনমের

সোনম কাপুর। ফাইল ছবি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে রাস্তায় হেনস্তার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। বৃহস্পতিবার সকালে এক টুইটবার্তায় সোনম নিজেই সেই ভয়ানক অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন।

হেনস্তার শিকার হয়ে মানসিকভাবে বিধ্বস্ত সোনম লিখেছেন– এটি তার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা।

ঘটনার বর্ণনায় সোনম লিখেছেন– তিনি উবারে উঠেছিলেন। উবারচালক ভারসাম্যহীন ছিলেন। তিনি অদ্ভুতভাবে চিৎকার, চেঁচামেচি করছিলেন। এতে ভয়ে কাঁপছিলেন সোনম।

টুইটে সোনম লেখেন– 

Sonam K Ahuja

@sonamakapoor
Hey guys I’ve had the scariest experience with @Uber london. Please please be careful. The best and safest is just to use the local public transportation or cabs. I’m super shaken.

Sonam K Ahuja

@sonamakapoor
The driver was unstable and was yelling and shouting. I was shaking by the end of it.

অর্থাৎ ‘গাড়ির চালক একেবারেই স্বাভাবিকছিলেন না (আনস্টেবল)। প্রথম থেকেই অকারণে ভীষণ জোরে চিৎকার করছিলেন তিনি। আমি ভয়ে কাঁপছিলাম। তবে আনস্টেবল মানে তিনি মত্ত অবস্থা বোঝাতে চেয়েছেন কিনা, সে বিষয়ে বিশদ জানাননি অভিনেত্রী।’

সোনমের এই টুইটের বিপরীতে প্রায় তিন হাজার মন্তব্য পড়েছে।

সোনম জানান, এ ঘটনায় তিনি অ্যাপের মাধ্যমে উবার কর্তৃপক্ষের কাছে ওই চালকের বিরুদ্ধে অভিযোগ করার চেষ্টা করেন। তবে বারবার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তিনি বাধাপ্রাপ্ত হন। 

পরে উবারের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে অভিনেত্রীর কাছে। সোনমের ওই টুইটের প্রত্যুত্তরে উবার লিখেছে– ‘খুব খারাপ লাগছে সোনম। আপনার ব্যক্তিগত ই-মেইল আইডি থেকে আমাদের অভিযোগ জানান। যত শিগগিরই আমরা ব্যবস্থা নেব।’

ক্ষুব্ধ সোনমভক্তরা উবার ব্যবহার না করে গণপরিবহন ব্যবহার করার আহ্বান জানান। সোনমের টুইট দেখে তার ভক্তরাও শঙ্কিত। অনেকেই সোনমের কাছে ঠিক কী ঘটেছে জানতে চেয়েছেন। 

সূত্র: এনডিটিভি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম