রাভিনা ট্যান্ডন। ছবি সংগৃহীত
ধর্মে আঘাত হেনেছেন অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তবে তিনি শুধু একটা নয়, কমেডিয়ান ভারতী সিং এবং পরিচালক-কোরিওগ্রাফারও
এ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে বৃহস্পতিবার। একটি টিভি শোয়ের অনুষ্ঠানে তাদের মন্তব্য নাকি বিশেষ ধর্মের মানুষকে আঘাত করেছে। তাদের অভিযোগের ভিত্তিতে এই মামলা হয়েছে বলে জানিয়েছে অমৃতসর পুলিশ।
ভারত ধর্ম নিরপেক্ষ দেশ। তাই ধর্মীয় বিষয় নিয়ে স্পর্শকাতরতাও বেশি। এই নিয়ে সামান্য মন্তব্য করলেই চর্চা শুরু চারদিকে।
গত ২৫ ডিসেম্বরে অমৃতসরের অজানালা ব্লকের খ্রিস্টান সভাপতি সনু জাফরের অভিযোগ, ক্রিসমাস ইভের সময় একটি রিয়েলিটি শোয়ে এই তিনজনের মন্তব্য তাদের ধর্মে আঘাত করেছে। এর পরেই ভারতীয় দণ্ডবিধির ইচ্ছাকৃত ও বিদ্বেষমূলক ধর্মীয় ঘৃণা ছড়ানোর অপরাধে রবিনা-ফারহা-ভারতীর বিরুদ্ধে মামলা করেন তিনি।
সূত্র: এনডিটিভি।