Logo
Logo
×

বিনোদন

দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছে নুসরাতের শীতবস্ত্র

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০১৯, ০৩:১৯ পিএম

দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছে নুসরাতের শীতবস্ত্র

দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাচ্ছে নুসরাতের শীতবস্ত্র। ছবি সংগৃহীত

শীতে দারিদ্র্য ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। এবারেও তার এই সমাজসেবার সঙ্গী হয়েছেন স্বামী নিখিল জৈন।

সমাজের দরিদ্র মানুষের জন্য বড় মন কাঁদে নুসরাতের। কিছু দিন আগেই বছর দেড়েকের এক বাচ্চা বেলুনওয়ালাকে দেখেই বুকে জড়িয়ে নিয়েছিলেন তিনি। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

আর এবার তিনি পাশে দাঁড়িয়েছেন দারিদ্র্য ও ছিন্নমূল মানুষের। যারা শীতে গরম পোশাকের অভাবে শীত সহ্য করেন দাঁতে দাঁত চেপে। মাথার ওপর ছাদটুকুও নেই। তাদের মুখে হাসি ফোটাতে দীপাবলির মতোই নুসরাত তুলে দিলেন রকমারি শীতবস্ত্র। ৫৭ মিনিট আগে শেয়ার করা এই ভিডিওর ভিউয়ার্স ইতিমধ্যে ৫৬ হাজার ছুঁই ছুঁই। 

ভিডিওতে দেখা যাচ্ছে- রালো ট্র্যাক স্যুট পরা নুসরাত সবার গায়ে জড়িয়ে দিচ্ছেন গরম কম্বল। ছোটদের হাতে তুলে দিচ্ছেন রঙবেরঙের পোশাক। বড়দিনের আগে নতুন গরম পোশাক, গায়ে কম্বল পেয়ে দারুণ খুশি দারিদ্র্যের সঙ্গে সারাক্ষণ লড়াই করতে থাকা পথচারীরা। 

তথ্যসূত্র: এনডিটিভি

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম