Logo
Logo
×

বিনোদন

গোপনে বাগদান সারলেন এমা স্টোন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৩:৪২ পিএম

গোপনে বাগদান সারলেন এমা স্টোন

গোপনে বাগদান সারলেন এমা স্টোন। ছবি সংগৃহীত

গোপনে বাগদান সারলেন অস্কারজয়ী হলিউড তারকা এমা স্টোন। ১৯৭৫ সাল থেকে প্রচারিত টিভি সিরিজ ‘স্যাটারডে নাইট লাইভ’-এর অন্যতম চিত্রনাট্যকার ও পরিচালক ডেভ ম্যাকক্যারির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। 

হঠাৎ গত বুধবার ইনস্টাগ্রামের একটি ছবিতে দেখা যায়, ডেভ ম্যাকক্যারি ও এমা স্টোন হাসছেন। আর এমার অনামিকায় জ্বল জ্বল করছে বাগদানের হীরার আংটি। 

ক্যাপশনে কিছু না লেখলেও এঁকে দিয়েছেন দুটো ভালোবাসার চিহ্ন। পিপল ম্যাগাজিন তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছে।

‘ম্যানিয়াক’ ওয়েব সিরিজের এই অভিনেত্রী ২০১৭ সাল থেকে প্রেম করছেন ডেভ ম্যাকক্যারির সঙ্গে। তবে সেই প্রেমকে মিডিয়া আর ক্যামেরার আড়ালে রাখতে অধিক স্বাচ্ছন্দ্যবোধ করেছেন। 

৩১ বছর বয়সী এ অভিনেত্রী বরাবরই জানিয়েছেন, ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে ভালোবাসেন তিনি। তাই বাগদানের খবরটি এসেছে খুবই অনাড়ম্বরভাবে।

তাদের এক ঘনিষ্ঠ সূত্র ২০১৭ সালের অক্টোবর মাসে পিপল ম্যাগাজিনকে নিশ্চিত করেছে। তিন মাস ধরে প্রেম করছেন এই জুটি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম