
প্রিন্ট: ০১ মে ২০২৫, ১২:১৬ পিএম
বাগদান সারলেন 'স্লামডগ মিলিয়নিয়ার' তারকা ফ্রিদা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০২:০৬ পিএম

বাগদান সারলেন 'স্লামডগ মিলিয়নিয়ার' তারকা ফ্রিদা। ছবি সংগৃহীত
আরও পড়ুন
'স্লামডগ মিলিয়নিয়ার' তারকা ফ্রিদা পিন্টোর বাগদান হয়ে গেছে। তার জীবনসঙ্গী কোরি ট্র্যান একজন অ্যাডভেঞ্চারপ্রেমী আলোকচিত্রী।
বৃহস্পতিবার তাদের বাগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এদিন ছিল কোরি ট্র্যানের জন্মদিন। এই দিনই ভক্তদের সুখবর জানিয়ে দেন ৩৫ বছর বয়সী এই অভিনেত্রী।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রামে আবেগঘন দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ফ্রিডা। এছাড়া সাগরপাড়ে প্রেমিকের সঙ্গে তোলা তিনটি দারুণ মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি।
ফ্রিডা লিখেছেন, ‘সবকিছু এখন অর্থবহ মনে হচ্ছে। জীবনের মানে, পৃথিবীর মানে, অতীতের কান্না ও কষ্টভোগের মানে, অভিজ্ঞ ভালোবাসার মানুষেরা প্রেম সম্পর্কে যা বলেছেন সেসবের মানে, আমার এখনকার অবস্থানের মানে ও আমি কোথায় যেতে চাই সেসবের সব মানে বোধগম্য হচ্ছে।'
ইনস্টাগ্রামের ওই পোস্টে বন্ধু ও তারকাদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন ফ্রিদা।
জানা গেছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবেন ফ্রিদা।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে থাকেন ফ্রিদা। অভিনয়ের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় তাকে।
২০১৭ সালে একে অপরের প্রেমে পড়েন ফ্রিডা ও কোরি।