
প্রিন্ট: ০১ মে ২০২৫, ০৪:২৬ পিএম
বিয়ের পর পাল্টে গেছেন সোনম, মেয়েকে নিয়ে যা বললেন অনিল কাপুর

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০১৯, ০১:২৯ পিএম

বিয়ের পর পাল্টে গেছেন সোনম। ছবি সংগৃহীত
আরও পড়ুন
বিয়ের পর অনেক পরিবর্তন এসেছে অনিল কাপুরের মেয়ে সোনম কাপুরের জীবনে। ভারতের সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করেছেন অনিল কাপুর।
বলিউড অভিনেতা বলেন, বিয়ের পরে সোনমের জীবনে অনেক পরিবর্তন এসেছে। সোনাম আর সেই ছোট্টটি নেই। সোনম এখন অনেকটাই পরিণত।
অনিল কাপুর বলেন, লন্ডনে নিজের বাড়িতে রান্না করছেন সোনম। যদিও অনিল কাপুর এখনও মেয়ের হাতের রান্না খেয়ে দেখেননি। কিন্তু তিনি শুনেছেন, সোনম নাকি বেশ ভালোই রান্না করেন।
সাক্ষাৎকারে অনিল জানান, মেয়ের সঙ্গে তার সম্পর্ক একেবারেই বন্ধুর মত।
এদিকে দ্য জোয়া ফ্যাক্টর মুক্তি পাওয়ার পর সোনম কাপুরের হাতে আর কী সিনেমা রয়েছে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিয়ের পর একহাতে ক্যারিয়ার অন্যদিকে সংসার সামলাতে ব্যস্ত সময় পার করছেন সোনম কাপুর।