কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় অনুদান দিল ডিএনসিসি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯, ১২:১২ পিএম
![কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় অনুদান দিল ডিএনসিসি](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/11/18/image-245362-1574057817.jpg)
কাঙ্গালিনী সুফিয়ার হাতে অনুদানের চেক তুলে দিচ্ছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। ছবি-সংগৃহীত
দেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসার জন্য দুই লাখ টাকা অনুদান প্রদান করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
রোববার (১৭ নভেম্বর) ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম তাকে এ অনুদান তুলে দেন। ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এএসএম মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার গণমাধ্যমকে ডিএনসিসির এ জনসংযোগ কর্মকর্তা বলেন, গণমাধ্যমে কাঙ্গালিনী সুফিয়ার অসুস্থতার কথা জেনেছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। বিষয়টি তিনি জানতে চাইলে কাঙ্গালিনী সুফিয়ার আর্থিক দুরবস্থার কথা তাকে জানানো হয়। এর পরই ডিএনসিসির পক্ষ থেকে কাঙ্গালিনী সুফিয়াকে সাহায্যের সিদ্ধান্ত নেন মেয়র। রোববার চিকিৎসার জন্য তার হাতে আর্থিক অনুদান তুলে দেন মেয়র।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই অনুদান দেয়ার সময় উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
জানা গেছে, হঠাৎই এই আর্থিক অনুদান পেয়ে যারপরনাই খুশি হয়েছেন ‘বুড়ি হইলাম তোর কারণে' গানখ্যাত এ তারকা। চেকগ্রহণের সময় তিনি মেয়রকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদেছেন।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে কিডনি ও হৃৎপিণ্ডের জটিলতায় ভুগছেন লোকগানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তবে সুচিকিৎসার অভাবে সুস্থ হয়ে উঠছিলেন না।
প্রায় ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করা এই লোকশিল্পী মাত্র ১৪ বছর বয়সে গ্রাম্য একটি অনুষ্ঠানে গান গেয়ে পরিচিতি পান। এর পর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তার নাম অন্তর্ভুক্ত করা হয়। সেই সময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি মুস্তফা মনোয়ার তাকে উপাধি দেন ‘কাঙ্গালিনী’। সেই থেকে কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিতি পান তিনি।