Logo
Logo
×

বিনোদন

বাপ্পা-তানিয়ার ঘরে আসছে নতুন অতিথি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৯, ০৩:০৪ পিএম

বাপ্পা-তানিয়ার ঘরে আসছে নতুন অতিথি

বাপ্পা-তানিয়ার ঘরে আসছে নতুন অতিথি। ছবি সংগৃহীত

সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-উপস্থাপিকা তানিয়া হোসাইনের ঘরে আসছে নতুন অতিথি।

গত বছরের মাঝামাঝি সময়ে বিয়ের করেন তারা।আর এ বছরে দিলেন নতুন অতিথির খবর।

গত শুক্রবার আয়োজন করা হয় তানিয়ার ‘সাধ’ অনুষ্ঠান।অনুষ্ঠানে তাদের শুভ কামনা জানাতে উপস্থিত হন তাদের কাছের বন্ধু ও সহকর্মীরা।

তানিয়া বলেন, এটা সত্যি অন্যরকম এক অনুভূতি। ওর মামা-খালারা সবাই নাম ঠিক করছে। পরিবারের সবাই এখন তার জন্য অপেক্ষা করছে। 

এদিকে সাধ আয়োজনে উপস্থিত হয়েছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, এলিটা করিম, সোমনুর মনির কোনাল, নায়িকা মাসুমা রহমান নাবিলা, উপস্থাপক সামিয়া আফরিন প্রমুখ।

গত বছরের ২৩ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন। এর আগে ১৬ মে তাদের বাগদান সম্পন্ন হয়।
দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম