Logo
Logo
×

বিনোদন

চিত্রনায়িকা পরীমনির পর এবার ভাঙল জলির বাগদান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৯, ০৯:৪০ এএম

চিত্রনায়িকা পরীমনির পর এবার ভাঙল জলির বাগদান

চিত্রনায়িকা পরীমনির ও জলি। ছবি সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির পর এবার ভেঙে গেল অভিনেত্রী জলির বাগদান। ব্যবসায়ী আরাফাত রহমানের সঙ্গে জলি প্রেম করেছেন পাঁচ বছর। তার পর তাদের বিয়ের জন্য বাগদান হয়। 

চলতি বছরের ১৬ মে সন্ধ্যায় গুলশানের নিকেতনে জলির বাবার বাসায় তাদের বাগদান হয়। সেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের লোকজন। সবার উপস্থিতিতে আরাফাত রহমান জলিকে আংটি পরিয়ে দেন। 

বাগদান ভেঙে যাওয়ার কথা গণমাধ্যমের কাছে নিজেই স্বীকার করেছেন জলি। তিনি বলেন, আরাফাতের সঙ্গে এখন আমার কোনো সম্পর্ক নেই। বাগদানের মাসখানেক পর থেকে এই অবস্থা বলেও জানান তিনি। আরাফাতের সঙ্গে এখন আর কোনো যোগাযোগ নেই বলেও জানান জলি।

বাগদানের কিছু দিন পর ফেসবুকে দেয়া আরাফাত রহমানের সঙ্গে নিজের ছবি মুছে ফেলেন জলি। 

সম্পর্ক ভাঙার কারণ জানতে চাইলে জলি বলেন, এসব বলে এখন আর লাভ নেই। সম্পর্ক শেষ হয়ে গেছে। 

কলকাতার নায়ক ওমের সঙ্গে ‘অঙ্গার’, আরিফিন শুভর সঙ্গে ‘নিয়তি’ আর শাহরিয়াজের সঙ্গে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমায় অভিনয় করে এরই মধ্যে আলোচিত হয়েছেন জলি। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম