Logo
Logo
×

বিনোদন

২ কোটিতে মমতাজের ‘লোকাল বাস’

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৫৫ এএম

২ কোটিতে মমতাজের ‘লোকাল বাস’

মমতাজ। ছবি সংগৃহীত

ইউটিউবে প্রকাশিত ‘বন্ধু তুই লোকাল বাস’ গানটি ২ কোটি ভিউসের মাইলফলক অতিক্রম করেছে। এর আগে প্রকাশের ১ সপ্তাহের মধ্যে ১০ লাখ ভিউসের মাইলফলক অতিক্রম করে গানটি দেশিয় সংগীত ইতিহাসে নতুন এক রেকর্ড তৈরি করে।

২০১৬ সালের ২ সেপ্টেম্বর গানচিল ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার পর তুমুল সাড়া ফেলেছিল গানটি।

গানটির কথা লিখেছেন গোলাম রাব্বানী ও লুৎফর হাসান। সুর করেছেন করেছেন লুৎফর হাসান, সংগীতায়োজনে ছিলেন প্রিতম হাসান। কণ্ঠ দিয়েছেন মমতাজ। 

গানটির এমন সফলতায় গানটির গীতিকার গোলাম রাব্বানী বলেন, আমি ইচ্ছা করলেই এক জীবনে দুই কোটি মানুষের ঘরে যেতে পারব না স্বশরীরে।  কিন্তু এই গানের মাধ্যমে তা সম্ভব হয়েছে। আমার সৃষ্টি আমাকে দুই কোটি মানুষের কাছে নিয়ে গেছে।  

তবে বাস্তবে গানটি আরও বেশি মানুষের কাছে গেছে। ভিনদেশি মানুষকেও আমি আনন্দ নিয়ে গাইতে শুনেছি 'বন্ধু তুই লোকাল বাস'। 

গানটির মিউজিক ভিডিওর মডলে হয়েছিলেন মুমতাহিনা টয়া, সৌমিক, প্রীতম হাসান,সংগীত পরিচালক অদিত ও শাফায়াত হোসেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম