Logo
Logo
×

বিনোদন

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বাবর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০১৯, ০৫:৪৪ পিএম

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন বাবর

অভিনেতা বাবর। ছবি সংগৃহীত

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন অভিনেতা খলিলুর রহমান বাবর। 

সোমবার বিকেলে এফডিসি প্রাঙ্গণে আসরের নামাজের পর তার দ্বিতীয় জানাজা হবে। জানাজা শেষে তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

এর আগে জোহর নামাজের পর বাংলা চলচ্চিত্রের প্রয়াত এই অভিনেতার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় রাজধানীর শুক্রবাদ জামে মসজিদে। 

সোমবার সকাল ৯টা ১০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক খলিলুর রহমান বাবর (৬৭। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। 

১৯৫২ সালের ৩ ফেব্রুয়ারি ঢাকার গেন্ডারিয়ার জন্মগ্রহণ করেন তিনি।

বাবরের ছেলে রিয়াদুর রহমান বলেন, বাবা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার জন্য বলে গেছেন। বাবার কথা অনুযায়ী সেখানে তাকে দাফন করা হবে। 

কয়েক বছর যাবৎ অসুস্থ ছিলেন বাবর। ভুগছিলেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদ্রোগ ও ফুসফুসের সমস্যায়। গত ৩০ এপ্রিল অসুস্থতা বেড়ে গেলে তাকে কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। 

চিকিৎসকেরা জানান, তার গ্যাংগ্রিনের অপারেশন করাতে হয়। এরপর ডাক্তারের পরামর্শে তার বাঁ পায়ের তিনটি আঙুল কেটে বাদ দেওয়া হয়। সর্বশেষ গত জুন মাসে অস্ত্রোপচার করে তার বাঁ পায়ের হাঁটু থেকে নিচের অংশ কেটে ফেলা হয়। চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান। 

তবে গত বৃহস্পতিবার মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম