Logo
Logo
×

বিনোদন

পাকিস্তানে মিকার অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবার!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০১৯, ১২:২৮ পিএম

পাকিস্তানে মিকার অনুষ্ঠানে দাউদ ইব্রাহিমের পরিবার!

সম্প্রতি ভারতজুড়ে বেশ সমালোচিত হয়েছেন জনপ্রিয় বলিউড শিল্পী মিকা সিং। পাকিস্তানে গিয়ে গান গাওয়ার বিষয়ে তীব্র সমালোচনা ও বিদ্রূপের শিকার হন তিনি।

পাক-ভারত সম্পর্ক যখন বেশ উত্তাল, তখন করাচিতে গান গাইতে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জনপ্রিয় বলিউড গায়ক মিকা সিং।

সেখানে পাকিস্তানের শিল্পপতি আদনান আসাদের মেয়ের বিয়ের মেহেদি অনুষ্ঠানে গান গেয়েছিলেন মিকা।

ভারতীয় শিল্পী হয়ে করাচিতে গিয়ে গান গাওয়ার সেই ঘটনায় মিকা সিংকে বয়কট করে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)।

সেই বিতর্ক ও সমালোচনার সামাল দিতে না দিতেই নতুন এক বিপাকে পড়লেন মিকা।  বিষয়টি করাচির সেই অনুষ্ঠানকে ঘিরেই।

এক পাক সংবাদমাধ্যম জানিয়েছে, পাকিস্তানের শিল্পপতি আদনান আসাদের মেয়ের বিয়ের সেই মেহেদি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্যরা।  

সংবাদমাধ্যমটি আরও বলছে, শিল্পপতি আদনান আসাদের সঙ্গে দাউদ ইব্রাহিমের পরিবারের বেশ ঘনিষ্ঠতা রয়েছে।

এ ছাড়া আসাদের মেয়ের মেহেদির অনুষ্ঠানের আয়োজন যেখানে করা হয়, তার পাশেই দাউদ ইব্রাহিমের পরিবারের সদস্য আনিস ইব্রাহিম এবং ছোট ভাই শাকিলের বাড়ি অবস্থিত।

ভারতে মোস্ট ওয়ান্টেড মাফিয়া ডনের পরিবারের সঙ্গে যে পাক শিল্পপতির ওঠবস, তার অনুষ্ঠানে মিকা সিংয়ের উপস্থিতির বিষয়টি এখন জল্পনার তুঙ্গে।

ওই পরিবারগুলোর সঙ্গে মিকার সম্পর্ক বা পরিচয় কতদূর সে আলোচনা তুলে অনেকে জল ঘোলাও করছেন।

যদিও এ বিষয়ে মিকা সিং থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম