
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০১:৩০ এএম
ঈদে রাফাতের নতুন গান ‘দিবানিশি’

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০১৯, ০৩:২১ পিএম

ঈদে রাফাতের নতুন গান ‘দিবানিশি’
আরও পড়ুন
তরুণ প্রজন্মের গায়ক শাহরিয়ার রাফাত। সঙ্গীতায়োজন, গানে কণ্ঠ ও চলচ্চিত্রের প্লেব্যাকের ব্যস্ত সময় পার করছেন তিনি। তার গাওয়া শাকিব-বুবলী অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া, নোয়াখাইল্যা মাইয়া’ ছবির টাইটেল গানটি বেশ জনপ্রিয়তা পায়।
পাশাপাশি ক্যাপ্টেন খান ছবিতে কোনালের সঙ্গে তার গাওয়া ‘এমন করে কেন তাকাও’ গানটিও হয় প্রশংসিত।
এবারের ঈদে দেখা যাচ্ছে ব্যতিক্রম। রাফাতের গাওয়া মাত্র একটি গানের ভিডিও প্রকাশ পাচ্ছে। গানটির শিরোনাম ‘দিবানিশি’। আব্দুল্লাহ আল মামুনের কথায় গানটির সুর-সংগীত করেছেন রাফাত নিজেই। গানটি প্রকাশ পাবে ডেডলাইন মিউজিকের ব্যানারে।
ইতিমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। এতে মডেল হয়েছেন মডেল লিয়ানা লিয়া ও আশফাক। গানটির নান্দনিক ভিডিওটি নির্মাণ করেছেন আল আমিন আহমেদ দুর্জয়।
গানটি নিয়ে রাফাত বলেন, গানটির কথা বেশ রোমান্টিক। নিজের সুর ও সঙ্গীতায়োজন করা গানের মধ্যে এ গানটি আমারও বেশ প্রিয়। চোখ বন্ধ করে গানটি কোন শ্রোতারা শুনলেও ভাল লাগবে।
তিনি বলেন, আর ভিডিওর দিকে তাকালেও গানটির দারুণ প্রতিচ্ছবি ফুটে উঠবে। সব মিলিয়ে দারুণ কিছু বলা যায়। তবে বাকীটা শ্রোতাদের কাছে ছেড়ে দিলাম। তাদের ভালো লাগলেই আমাদের স্বার্থকতা।
মডেল লিয়ানা লিয়াও গানটিতে মডেল হয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন। তিনি বলেন, গানটির ভিডিওটি বেশ নান্দনিক। শুধু কথার কথা বললাম না। গানটি শোনার পাশাপাশি যারা দেখবেন আমি নিশ্চিত তারাও মুগ্ধ হবেন।
তিনি বলেন, আমার বিশ্বাস এই ঈদে এটি দর্শক জনপ্রিয় একটি মিউজিক ভিডিও হবে এটি।