Logo
Logo
×

বিনোদন

রহস্যময় মোনালিসা ছবি নিয়ে বিতর্ক যে নারীর মুখ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০১৯, ০৩:০৫ পিএম

রহস্যময় মোনালিসা ছবি নিয়ে বিতর্ক যে নারীর মুখ

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা ৫০০ বছর আগের পোট্রেট মোনালিসা বিশ্বের সবচেয়ে আলোচিত চিত্রকর্ম।

ফ্রান্সের ল্যুভ মিউজিয়ামে প্রতিদিন লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনালিসার ছবি দেখতে আসেন হাজার হাজার মানুষ।

ভিঞ্চি আসলে কার পোট্রেট তৈরি করেছিলেন সে প্রশ্ন মোনালিসার হাসির মতোই রহস্য হয়ে আছে। তবে মোটামুটি প্রতিষ্ঠিত যে ব্যাখ্যা, তা হলো- পোট্রেটের এ নারী ফ্লোরেন্সের তৎকালীন একজন সিল্ক ব্যবসায়ীর স্ত্রী লিসা গেরারদিনি।

কিন্তু ফ্রান্সের একজন গবেষক ১০ বছর ধরে গবেষণার পর বলছেন, প্রোট্রেটের রহস্যময়ী এ নারী অন্য কেউ ছিলেন। আর এ তত্ত্ব নিয়ে শিল্পী মহলে শুরু হয়েছে তোলপাড়।

প্যারিসের বিজ্ঞানী পাসকাল কোট ছবি পর্যবেক্ষণ করে দেখেছেন, ক্যানভাসের মোনালিসার পেছনে তিনটি আলাদা আলাদা ইমেজ। তৃতীয় যে ইমেজটি তিনি খুঁজে পেয়েছেন, সেটি অন্য এক নারীর মুখ, তার ঠোঁটে কোনো হাসি নেই। এই বিজ্ঞানী একরকম নিশ্চিত ক্যানভাসে খালি চোখে না দেখতে পাওয়া সেই মুখই লিসা গেরারদিনির।

১০ বছর আগ পর্যন্ত এটা কল্পনা করাই কঠিন ছিল, এই পোট্রেটের ক্যানভাসে মোট চারটি ধাপ ছিল। সবাই আপনাকে বলবে, এই পোট্রেটটি একবারেই করা।

মোনালিসা নিয়ে বিজ্ঞানী পাসকাল কোটের সাড়া জাগানো এ তত্ত্ব নিয়ে ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হননি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম