
বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচ নিয়ে আর সবার মত আশাবাদী চিত্রনায়িকা সাদিক পারভীন পপিও। তিনি মনে করেন ব্রিস্টনে আজকের ম্যাচটা হবে দারুন উপভোগ্য। এই ম্যাচে জয় শেষ পর্যন্ত টাইগারদেরই হবে।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৬ রানে হারার পর একটু হতাশ হয়েছেন জানিয়ে পপি বলেন, এবারের বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছে জয় দিয়ে। প্রথমেই দক্ষিণ আফ্রিকা হেরেছে আমাদের কাছে। বাংলাদেশ-নিউজিল্যান্ড খেলাতেও ছিল টানটান উত্তেজনা। তবে একটু হতাশ হয়েছি বাংলাদেশ-ইংল্যান্ডের খেলা দেখে। আশাবাদী ছিলাম, এই ম্যাচে আমরা জয় পাবো। সে আনন্দ নিয়ে খেলা দেখতে বসেছিলাম, কিন্তু...। যাই হোক, খেলায় হার-জিত থাকবেই। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। বিশ্বকাপের মত বড় আসরে কোনো দলকে দুর্বল ভাবলে হবে না। তবুও আশা করি, আজকের ম্যাচে জিত আমাদেরই হবে।
বিশ্বকাপ ফাইনালে বাংলাদেশ খেলবে এমন প্রত্যাশার কথা জানিয়ে পপি সোমবার গণমাধ্যমকে বলেন, আমিও স্বপ্ন দেখি, বিশ্বকাপের ফাইনালে আমার দল খেলবে। বাংলার টাইগারদের জন্য শুভ কামনা রইল।