Logo
Logo
×

বিনোদন

আসিফ-কর্নিয়ার কণ্ঠে ঈদের গান

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০১৯, ০৬:৪২ পিএম

আসিফ-কর্নিয়ার কণ্ঠে ঈদের গান

আসিফ-কর্নিয়া। ছবি সংগৃহীত

ঈদে জুটি বেঁধে দর্শকদের গান উপহার দেবেন কণ্ঠশিল্পী আসিফ আকবর ও কর্নিয়া। তাদের গাওয়া 'তোমার হাসি' শিরোনামের গানের কথা লিখেছেন লিমন।

নাজির মাহমুদের সুরে গানের সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। এরই মধ্যে রোমান্টিক এক গল্পের সঙ্গে গানের ভিডিও নির্মাণও করা হয়েছে।  মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। 

আসিফ আকবর বলেন,  দর্শক-শ্রোতার আগ্রহ থেকেই আবারো কর্নিয়ার সঙ্গে সুর মিলিয়েছেন তিনি।  শিগগিরই একটি ব্যানার থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ পাবে ।

এর আগে একই সঙ্গে দ্বৈত গান প্রকাশ করছেন তারা।  'কি করে তোকে বোঝাই', 'একবার ছুঁয়ে যা হৃদয়', 'এলোমেলো জীবন', 'মেঘ বলেছে' গানগুলো শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছিল। 

তিনি বলেন,  আগের গানগুলো দর্শকদের ভালো লাগায় গানের প্রকাশরাও চাইছেন আমরা যেন আরও কিছু গান করি। তাদের প্রত্যাশা পূরণেই আবার গাইলাম। 

এ বিষয়ে কর্নিয়া বলেন,  আসিফের সঙ্গে গাওয়া প্রতিটি গান দারুণ সাড়া ফেলেছি দর্শকদের মধ্যে।  নতুন গানটিও ভিন্ন ধাঁচের।  আশা করি দর্শকদের ভালো লাগবে। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম