Logo
Logo
×

বিনোদন

মেয়ের অদ্ভুত সাজ নিয়ে মুখ খুললেন প্রিয়াংকার মা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০১৯, ০৩:৩১ পিএম

মেয়ের অদ্ভুত সাজ নিয়ে মুখ খুললেন প্রিয়াংকার মা

মেট গালায় প্রিয়াংকার সাজ (বামে)

গত কয়েক দিন ধরে পোশাক ও সাজসজ্জা নিয়ে বেশ সমালোচিত বলি অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

তার এমন সাজ নিয়ে হাস্যরসে মেতেছেন ভারতীয়রা। অনেকেই প্রিয়াংকার চুলের স্টাইল নিয়ে ট্রল করছেন।

কেউ কেউ প্রিয়াংকাকে দেখতে শ্রীলংকার ক্রিকেট তারকা মালিঙ্গার মতো লাগছে বলে ট্রল করছেন।

গত মঙ্গলবার মেট গালা শোতে অদ্ভুত সাজ নিয়ে হাজির হন প্রিয়াংকা। রেড কার্পেটে এই অভিনেত্রীর এমন নাটকীয় সাজের ছবি সোশ্যাল মিডিয়ায় এলে নেতিবাচক মন্তব্যে মেতে ওঠেন নেটজনতা।  

অবশেষে এত সব ট্রলের পর মেয়ের অদ্ভুত সাজ নিয়ে মুখ খুললেন প্রিয়াংকার মা মধু চোপড়া।

মেট গালায় প্রিয়াংকার এমন সাজসজ্জা বিষয়ে মধু চোপড়া বলেন, ‘ভীষণ সুন্দর দেখাচ্ছিল আমার মেয়েকে। একেবারেই ভিন্নতা ছিল ওর সাজে। আর সবার থেকে স্পেশাল ছিল তার স্টাইল। ও কাছে থাকলে জড়িয়ে ধরতাম।’

মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের এই আয়োজনে রেড কার্পেটে এবার ‘নোটস অন ফ্যাশন’ এই থিমকে মাথায় রেখেই রেড কার্পেটে হাজির হয়েছিলেন সেলিব্রেটিরা। সেই তালিকায় থেকে বাদ জাননি প্রিয়াংকাও।

মেট গালা ২০১৯ এ সমালোচিত প্রিয়াংকার সেই অদ্ভুত সাজ

বিয়ের পর প্রথমবার নিকের সঙ্গে মেট গালা ২০১৯-এর রেড কার্পেটে হাজির হন তিনি। সেখানে তার পরনে ছিল ‘ক্রিশ্চিয়ান ডিওর’ ব্র্যান্ডের রুপালি গাউন, এর সঙ্গে রঙবেরঙের পালকের মতো স্টাইলিশ ওড়না লাগানো ছিল।  আরও পরেছিলেন থাই হাই পোলকা ডটেট টাইটস।  এর সঙ্গে ম্যাচিং করে মাথায় পরেছিলেন রুপালি ক্রাউন। কপালে রুপালি টিপও ছিল তার।

তার চুলের স্টাইলটি ছিল একেবারেই ভিন্ন ধরনের সাজে। এই সাজের জন্য প্রিয়াংকাকে কোটি টাকার ওপর খরচ করতে হয়েছে বলে খবর গণমাধ্যমের।

তবে সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ মানুষই প্রিয়াংকার এই সাজ ভালোভাবে মেনে নিতে পারেননি।

প্রিয়াংকার সেসব ছবির কমেন্ট কেউ কেউ লিখেছেন, প্রিয়াংকাকে শ্রীলংকার পেস বোলার মালিঙ্গার মতো লাগছে।  
কেউ  লিখেছেন- ‘ভারতীয় মালিঙ্গাকে দেখতে অদ্ভুত সুন্দর!’

কেউ আবার একটু বেশি মজা করতে, ‘সদ্য উড়িষ্যা উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় ফণীর দাপটে প্রিয়াংকার এমন হাল হয়েছে।’

 

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম