Logo
Logo
×

বিনোদন

অপারেশন চলছে এটিএম শামসুজ্জামানের

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ০৩:২৬ পিএম

অপারেশন চলছে এটিএম শামসুজ্জামানের

জনপ্রিয় অভিনেতা এটিএম শামসুজ্জামান

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা এটিএম শামসুজ্জামান।

শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক সালেহ জামান সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুরে জরুরিভিত্তিতে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। সেখানে অস্ত্রোপচার করা হচ্ছে তার।

সালেহ জামান সেলিম বলেন, বেশ কয়েক বছর ধরে এটিএম শামসুজ্জামান নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার রাতে তিনি অস্বস্তিবোধ করছিলেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

সকালে এটিএম শামসুজ্জামানকে স্যালাইন দেয়া হয়। এরপর তার মলত্যাগে জটিলতা দেখা দিলে দুপুরে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয় বলে জানান সালেহ জামান সেলিম।

গুণী এই অভিনেতা ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে জন্মগ্রহণ করেন।  তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপকার ও গল্পকার।

অভিনয়ের জন্য পাঁচ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।  শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পেয়েছেন তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম