Logo
Logo
×

বিনোদন

অবশেষে সম্মানসূচক স্বর্ণ পাম নিতে রাজি হলেন তিনি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ০৩:২২ পিএম

অবশেষে সম্মানসূচক স্বর্ণ পাম নিতে রাজি হলেন তিনি

ফরাসি তারকা আলা দ্যুলো। ছবি: সংগৃহীত

অবশেষে কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণ পাম পুরস্কার নিতে রাজি হয়েছেন ফরাসি অভিনেতা আলা দ্যুলো।

যে পুরস্কার অর্জনের সাধনা করতে থাকেন দুনিয়ার নামি দামি তারকারা। অথচ এ পুরস্কার নিতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছিলেন এই ফরাসি তারকা।

অবশেষে আলা দ্যুলোকে রাজি করানো গেছে। ৭২তম কান চলচ্চিত্র উৎসবে তাকে দেওয়া হচ্ছে সম্মানসূচক পাম দ’র।

রূপালি পর্দায় অসাধারণ কাজগুলোর প্রতি সম্মান জানাতে তাকে এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, তিনি পুরোপুরি সিনেমার মানুষ। তিনি একজন কিংবদন্তি।

আলা দ্যুলো পাম দ’র গ্রহণে সম্মতি জানিয়েছেন তথ্য দিয়ে উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো বলেন, এজন্য আমরা আনন্দিত। আলা দ্যুলো জীবন্ত কিংবদন্তি ও গ্লোবাল আইকন।’

চলচ্চিত্র ইতিহাসে হাতেগোনা কয়েকজন অভিনেতা সারাজীবন চমৎকার নৈপুণ্য দেখিয়েছেন, ফরাসি অভিনেতা আলা দ্যুলো তাদের অন্যতম।

১৯৬০ সালে ২৫ বছর বয়সে রেনে ক্লেমো পরিচালিত ‘পারপাল নুন’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি পান আলা দ্যুলো। ৮০টিরও বেশি ছবি করেছেন তিনি। এদের মধ্যে বেশ কয়েকটিকে মাস্টারপিস হিসাবে আখ্যা দিয়ে থাকেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

১৯৬৪ সালে আলা ক্যাভালিয়ের পরিচালিত ‘দ্য আনভ্যানকুইশড’ ছবির মাধ্যমে প্রযোজনায় নাম লেখান আলা দ্যুলো। এরপর ক্রাইম থ্রিলার ধাঁচের দুটি ছবি (দ্য ফাইটার, ফর অ্যা কপ’স হাইড) ও  ‘লে সামুরাই’ ছবি নির্মাণ করেন যা বিখ্যাত সব চলচ্চিত্রের অন্যতম।

চলচ্চিত্রে এমন অবদানের জন্য কানের আয়োজকরা অনেকবারই আলা দ্যুলো সম্মানসূচক পাম দ’র দিতে চেয়েছেন। কিন্তু তা গ্রহণ করেননি তিনি।

এ বিষয়ে আলা দ্যুলোর যুক্তি ছিল, এ পুরস্কার নিতে সংকোচ বোধ করেন তিনি।

তিনি বলতেন, কান হলো সিনেমা উদযাপনের বৈশ্বিক মঞ্চ। এই আয়োজনে এমনিতেই আসা যায়।পুরস্কারের দরকার কী!

আগামী ১৪ মে বসবে কান চলচ্চিত্র উৎসবের ৭২তম আসর।  তার আগে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ঘোষণা হবে স্বর্ণ পামের দৌড়ে আছেন কোন কোন ছবি রয়েছে। কান উৎসব চলবে ২৫ মে পর্যন্ত।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম