
প্রিন্ট: ০৯ এপ্রিল ২০২৫, ০৬:২৯ পিএম
বলিউডে পাক-ভারত সম্পর্ক নিয়ে ছবি, যা বললেন অমিতাভ

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০১৯, ১১:১০ এএম

পাক-ভারত সম্পর্ক নিয়ে ছবি বানাতে চলেছেন বলিউডের অস্কার বিজয়ী সাউন্ড ডিজাইনার রুসেল পুকুট্টি।
ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে বিগবি অমিতাভ বচ্চনকে প্রস্তাব দিয়েছিলেন রুসেল।
আর সেই প্রস্তাবে মুখের ওপর না করে দিলেন অমিতাভ। কিন্তু এর আগে ছবিটির চিত্রনাট্য বিষয়ে বেশ আগ্রহ দেখিয়েছিলেন তিনি। কথাও প্রায় চূড়ান্তই ছিল। শুধু প্রহর গুনছিলেন এর পরিচালক।
শেষ মুহূর্তে এসে ছবিতে কাজ করবেন না বলে জানিয়ে দেন বলিউড শাহেনশাহ।
হঠাৎই মুখ ফিরিয়ে নেয়ার কারণও জানা গেল। ছবির কেন্দ্রীয় চরিত্রটি একজন পাকিস্তানির। যেখানে পাকিস্তানি সেই চরিত্রের মাধ্যমে ভারতে শান্তির বার্তা ছড়াবেন তিনি।
আর তাতেই আপত্তি অমিতাভের। ভারত ও পাকিস্তানের বর্তমান পরিস্থিতিতে এমন চরিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন বিগবি।
তিনি জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারির পুলাওয়ামা ঘটনার পর একজন পাকিস্তানি নাগরিক হিসেবে ক্যামেরার সামনে দাঁড়াতে তিনি মোটেই রাজি নন।
শেষবার 'বদলা' ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। এর আগে আমির খানের সঙ্গে 'থাগস অব হিন্দুস্তান' ছবিতে দেখা গিয়েছিল তাকে। ছবিটি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি।
খুব শিগগির বিগবিকে 'ব্রহ্মাস্ত্র' নামের ছবিতে দেখা যাবে।