তাসনিয়া ফারিনের নতুন মিউজিক ভিডিও ‘বাংলা আমার মা’
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৭ পিএম
![তাসনিয়া ফারিনের নতুন মিউজিক ভিডিও ‘বাংলা আমার মা’](https://cdn.jugantor.com/assets/news_photos/2019/02/27/image-149358-1551258158.jpg)
তাসনিয়া ফারিন
‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকে অভিনয় করে তাসনিয়া ফারিন বেশ প্রশংসিত হয়েছেন। সম্প্রতি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে আরটিভি মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে মিউজিক ভিডিও ‘বাংলা আমার মা’।
বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এই মিউজিক ভিডিওতে ওপার বাংলা থেকে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারি পালন করতে আসা এক মেয়ের গল্প দেখানো হয়েছে।
এই মিউজিক ভিডিওতে মডেল তাসনিয়া ফারিন ভারতের নাগরিকের ভূমিকায় অভিনয় করেছেন। যে তার বন্ধু রিয়াশাদ শুভ‘র আহ্বানে বাংলাদেশে আসে।
‘বাংলা আমার মা’ গানটির শুটিং হয়েছে যশোর, বেনাপোল, গদখালি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনারে। গানটিতে কণ্ঠ দিয়েছেন সীমা খান (বাংলাদেশ) ও শুভমিতা (ভারত)।
নতুন এই গানের কথা, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ রাজীব। ভিডিও পরিচালনা করেছেন নূর হোসেন হীরা।