Logo
Logo
×

বিনোদন

দীপিকার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন যুবরাজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৬ পিএম

দীপিকার সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন যুবরাজ

প্রেমিক রণবীর সিংয়ের সঙ্গেই বন্ধনে আবদ্ধ হয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

তিন মাস পেরিয়ে গেছে তাদের দাম্পত্য জীবনের।

তবুও আলোচিত হচ্ছে দীপিকার প্রেম জীবনের গল্প।

রণবীর সিংই যে দীপিকার প্রথম প্রেম নয় তা ভালো করেই জানা ভক্তদের।

একের পর এক প্রেম করে পরিণতি ব্রেকাপের দিকে গেছে দীপিকার।

এসব প্রেমের মধ্যে বেশ আলোচিত হয়েছিল দীপিকার সঙ্গে ভারতের ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের প্রেমটি।  

যদিও সেই প্রেম গণমাধ্যমে প্রকাশ হতে না হতেই ভেঙে যায়।

সম্পর্ক শুরুতেই কেন ব্রেকাপ হলো হয়ে গেল তাদের প্রেম এ বিষয়ে সম্প্রতি মুখ খুললেন যুবরাজ নিজেই।

টেলিগ্রাফের সঙ্গে এক আলাপে যুবরাজ সিং জানালেন তাদের দুজনের  স্বল্পদৈর্ঘ্য সেই প্রেমের কাহিনি।

২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলে সবে দেশে ফিরেছেন যুবরাজ সিং।

ওই সময় এক বন্ধুর মাধ্যমে দীপিকার সঙ্গে পরিচয় হয় যুবরাজের।

ক্যারিয়ারের খুব ব্যস্ত সময় পার করছিলেন যুবরাজ তখন। আর সেকারণেই দীপিকাকে তেমন একটা সময় দিতে পারতেন না যুবরাজ।

সেকারণেই তাদের প্রেম বেশি দূর গড়ায়নি বলে জানান যুবরাজ সিং।

তিনি বলেন, ‘আমরা দুজন দুজনকে জানার চেষ্টা করছিলাম। তবে খুব বেশি সময় আমরা একে অন্যকে দিতে পারতাম না। একসময় সে  আমার ওপর আগ্রহ হারিয়ে ফেলে, আমিও দূরে সরে যাই।’

এসময় যুবরাজকে ছেড়ে দীপিকা, রণবীর কাপুরের হৃদয়ে তরী ভেড়ায়।

এ বিষয়ে যুবরাজ বলেন, ‘এটা তার ব্যক্তিগত বিষয়। আমি তাকে দোষও দিচ্ছিনা।’

তিনি বলেন, ‘কেউ যদি সম্পর্ক ছিন্ন করে আরেকজনের প্রেমে পড়ে তাহলে কি-বা করার থাকে বলুন? আজ কেবল বাস্তবতা তুলে ধরলাম।’

বলিউড ও ভারতীয় ক্রিকেটের একটা অদৃশ্য বন্ধন রয়েছে। প্রায়ই ক্রিকেট তারকাদের প্রেমে পড়তে দেখা গেছে বলি অভিনেত্রীদের।
এদের অনেকে প্রণয়কে বিয়েতেও রুপ দিয়েছেন।

সেই পরম্পরাতেই ভারতীয়রা ভেবে নিয়েছিলেন, মনসুর-শর্মিলা, আজহার-সঙ্গীতা জুঁটির মতো যুবরাজ-দীপিকার জুটিও গাঁট বাঁধবেন।

বলি সূত্রের খবর, দীপিকাকে ভালোবাসতেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও।

পরে সতীর্থ যুবরাজ, দীপিকার প্রেমে মত্ত হয়ে আছেন জেনে বুকে পাথর বেঁধে সরে যান ধোনি।

তবুও দীপিকাকে হারালেন যুবরাজ।

তবে প্রেম ভেঙে গেলেও দিব্যি ভালো আছেন যুবরাজ। হেজেল কিচকে বিয়ে করে বেশ সুখেই আছেন বলে জানান যুবরাজ।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম