Logo
Logo
×

বিনোদন

বিয়ের সাজে প্রীতম-মিথিলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৫৬ পিএম

বিয়ের সাজে প্রীতম-মিথিলা

ছবি : সংগৃহীত

ফের বিয়ের সাজে দেখা গেল নাটকের জনপ্রিয় অভিনেত্রী মিথিলাকে।তার সঙ্গে বরের সাজে ‍যিনি ধরা দিলেন তিনি প্রীতম।তবে বাস্তবে নয়, পর্দায়।

 

 ‘অবশেষে ভালোবেসে’ নামে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মিথিলা ও প্রীতম। এটি রচনা ও পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ।

 

‘অবশেষে ভালোবেসে’ ফিল্মে মিথিলা অভিনয় করেছেন ইরা চরিত্রে আর রাহাত রহমানকে দেখা যাবে অর্কের ভূমিকায়। আজিজুল হাকিম অভিনয় করেছেন মিথিলার বাবার চরিত্রে।গল্পে সংগীতশিল্পী প্রীতম আহমেদ অভিনয় করেছেন বিশেষ একটি চরিত্রে।

 

অবেশেষে ভালোবেসে ওয়েব ফিল্মের গল্পটাও বেশ রোমান্টিক।এতে দেখা গেছে, এর আগে দু’বার পালিয়ে বিয়ে করতে চেয়েছিলেন ইরা। কিন্তু ব্যর্থ হন তিনি।কিন্তু আজ শেষবার, প্রেমিক অর্কের হাত ধরে পালাতে না পারলে, অন্যজনকে স্বামী হিসেবে মেনে নিতে হবে তাকে।

 

তবে কি প্রীতমকেই বিয়ে করলেন মিথিলা নাকি প্রেমিক অর্কের সঙ্গেই পালিয়ে যাবেন তিনি। জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।

 

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম