Logo
Logo
×

বিনোদন

বিয়ে করছেন লরেন্স

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫৩ এএম

বিয়ে করছেন লরেন্স

জেনিফার লরেন্স

হলিউডের সাড়াজাগানো অভিনেত্রী জেনিফার লরেন্স বিয়ে করছেন। নিউইয়র্কের এক পরিচালককে বিয়ে করছেন এ সুদর্শনী। দুজনার বিয়ের তথ্য নিশ্চিত করেছেন লরেন্সের ম্যানেজার ডেকান ক্রনিকেল।

 

জেনিফার লরেন্সের পাত্র পরিচালক কুক ম্যারোনি। থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে। তিনি একটি আর্ট গ্যালারির মালিকও। 

 

ডেকান ক্রনিকেল জানান, কুক ম্যারোনির সঙ্গে আংটি বদলও হয়ে গেছে লরেন্সের। গত বছরের জুনের দিকে তাদের পরিচয় হয়।

 

জানা যায়, লরেন্সের ঘনিষ্ঠ বন্ধু লরার মাধ্যমেই  কুকের সঙ্গে পরিচয় হয় লরেন্সের। পরে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। সেটি বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত গড়ায়। তবে এ বিষয়ে দুজনের কারও পক্ষ থেকে বিয়ে নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

এর আগে হলিউডের বিখ্যাত পরিচালক ড্যারেন অ্যারেনস্ফির সঙ্গে সম্পর্ক ছিল লরেন্সের। কিন্তু সেটি ভেঙে যায়। তাদের বয়সের ব্যবধান বেশি হওয়ায় সেটি টিকেনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম