Logo
Logo
×

বিনোদন

পাকিস্তানি সালমান খান! (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৯, ০১:৫৬ পিএম

পাকিস্তানি সালমান খান! (ভিডিও)

পাকিস্তানে রাস্তায় কাজ করছেন নকল সালমান খান (বামে)

ফুডশপের সামনে কার পার্কিংয়ে রাখা মোটরসাইকেলগুলো ঠিকঠাক জায়গায় রাখছেন বলিউড অভিনেতা সালমান খান।

তাও আবার পাকিস্তানের রাজধানী করাচিতে! ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এমন একটি ভিডিও।

ভিডিওতে দেখা যাচ্ছে, করাচির ব্যস্তবহুল একটি রাস্তায় পার্কিংয়ে এলোমেলো করে রাখা মোটরযানগুলোকে সারিবদ্ধভাবে সাজাচ্ছেন সালমান খান।

শেয়ার করা ভিডিওটিতে এক ব্যক্তিকে বলতে শোনা গেছে, ‘বোল্টন মার্কেটে সালমান খান'।

অথচ এ মুহূর্তে মুম্বাইয়ে 'ভারত' ছবির শুটিং সেটে ব্যস্ত আছেন তিনি।

আসলেই কী মুম্বাই ছেড়ে সালমান খান এখন করাচিতে?

ওই ব্যক্তির চুলের সাজ, দৈহিক গড়ন, পরনের টিশার্ট, সানগ্লাস ও ব্যক্তিত্ব- সব কিছুই হুবহু বলি ভাইজানের মতো।

ছোট্ট ভিডিও ক্লিপটি প্রথমে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকে পোস্ট করার পরেই তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওটি নিয়ে চলছে তুমুল জল্পনা।


দেখুন সেই ভিডিও-


গালফ নিউজের তথ্যানুযায়ী, ভিডিওটি করাচি বন্দর শহরে তোলা হয়েছে।

তবে ভিডিওর লোকটি অবশ্যই সালমান খান নয়, তবে দেখতে হুবুহু তার মতোই।

অনেকেই ভিডিওটি সালমান খানকে ট্যাগ করে কমেন্ট করার অনুরোধ জানিয়েছেন।

তবে এখনও করাচির সালমান বিষয়ে কোনো মন্তব্য করেননি বলিউডের সালমান খান।

 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম