বন্ধ হয়ে যেতে পারে বলি তারকাদের নিয়ে কর জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’।
শোটি নিয়ে বেশ বির্তক এখন তুমুলে। এর উপস্থাপক বলি পরিচালক করণ জোহর ও এই শো প্রসঙ্গে নেতিবাচক মন্তব্য ছুঁড়ছেন ভারতীয়রা।
সম্প্রতি, কফি উইথ করণে অতিথি হিসেবে হাজির হন ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডে ও লোকেশ রাহুল।
অনুষ্ঠানে করণের করা বিভিন্ন প্রশ্নের উত্তরে হার্দিক পান্ডে নারীদের নিয়ে খোলামেলা কথা বলেন। এরপর ওই চ্যাটশো কোনোরকম সম্পাদনা না করেই টিভিতে সম্প্রচার হয়।
এরপরই ওই দুই ক্রিকেটারের ওপর ক্ষোভে ফেটে পড়েন ভারতীয়রা। তাদের বিপক্ষে অশালীন মন্তব্যের অভিযোগ ওঠে। তোলপাড়, শোরগোল চলছে নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় নানা নেতিবাচক মন্তব্য ছড়াতে থাকে।
এ ঘটনায় হার্দিক ও রাহুলকে নিষিদ্ধ করে বিসিসিআই। তবে ওই শো নিয়ে নানা মহলে ওঠা প্রশ্নগুলো এখনও থামছে না।
অনেকেরই অভিযোগ, উপস্থাপক হিসেবে করণ জোহর যত্নবান নন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক জানিয়েছেন, ‘এটা করণের শো। কী দেখানো হচ্ছে তার ওপর করণের কন্ট্রোল থাকা উচিত। যদি কোনো অতিথি আপত্তিকর কথা বলেও থাকেন, উপস্থাপক হিসেবে সেই দৃশ্য দেখানো যাবে কিনা বা অতিথিকে কোথা চুপ করিয়ে দিতে হবে বোঝা উচিত ছিল করণের।’
প্রসঙ্গত, ‘কফি উইথ করণ’ চ্যাট শোতে তারকাদের হাঁড়ির খবর বের করতে আনেন উপস্থাপক করণ জোহরের।
বলি তারকাদের বহু অজানা তথ্য এই শো-এর মাধ্যমে প্রকাশ্যে এসেছে।
তবে ওই ঘটনার পর জনপ্রিয় এই শো-এর ভবিষ্যতের ওপর কালো ছায়া নেমে এসেছে।
গুঞ্জন শুরু হয়েছে যে, এই শো আর দেখা যাবে না।
অবশ্য এ বিষয়ে এখনও পর্যন্ত চ্যানেল কর্তৃপক্ষ বা করণের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি।