Logo
Logo
×

বিনোদন

ভক্তদের রোষানলে আনুশকা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ১২:৪৬ পিএম

ভক্তদের রোষানলে আনুশকা

 

তামাক সেবনকে উৎসাহিত করে এমন একটি প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের রোষানলে পড়েছেন বলিউড তারকা আনুশকা শর্মা। 

জানা গেছে, রজনীগন্ধা নামে একটি তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন আনুশকা।

সস্প্রতি নিজের টুইটার পাতা থেকে সেই বিজ্ঞাপনচিত্র পোস্ট করেন আনুশকা। 

স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ে সচেতন একজন অভিনেত্রী কী করে তামাকজাত পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের প্রচার করছেন, তা নিয়ে বিস্ময় প্রকাশ করতে শুরু করেন অনেকে। 

তবে বিজ্ঞাপনচিত্রটির বিতর্কের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেননি আনুশকা। এমনকি ভিডিওটি নিজের টুইটার পাতা থেকেও সরাননি। 

প্রসঙ্গত, এর আগে একটি সাক্ষাৎকারে আনুশকার স্বামী ক্রিকেটার বিরাট খুব গর্ব করে বলেছিলেন- তিনি ও আনুশকা এমন কিছু প্রচার করবেন না, যাতে ভক্তরা ভুল পথে ধাবিত হন।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম