Logo
Logo
×

বিনোদন

যে কারণে পপিকে বিয়ে করতে চেয়েছিলেন হিরো আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ১২:৫০ পিএম

যে কারণে পপিকে বিয়ে করতে চেয়েছিলেন হিরো আলম

চিত্রনায়িকা পপি ও হিরো আলম। ফাইল ছবি

ইউটিউবে বিচিত্র অভিনয়, গান আর নাচ দেখিয়ে আলোচিত হিরো আলম গত বছরের শেষের দিকে বেশ আলোচনায় ছিলেন। 

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহ মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে নির্বাচন করে বেশ আলোচনায় আসেন তিনি।

একের পর এক বিভিন্ন ঘটনার জন্ম দেয়া এই হিরো আলম সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে জনপ্রিয় চিত্রনায়িকা পপিকে বিয়ে করার ইচ্ছা পোষণ করেন।

এর পর থেকে হিরো আলম আবারও আলোচনায় আসেন।

সম্প্রতি অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনায় একটি ‘ইউটিউব’ শোতে অংশ নিয়ে হিরো আলম বলেন, ‘বাংলাদেশে অনেক নায়িকা আছে, যারা ‘বিয়ে করুম’, ‘বিয়ে করুম’ বলতেছে; কিন্তু এরা বিয়ে করতেছে না। কোনো নায়িকার যদি দায়িত্ব নিতে হয়, তা হলে নিতে পারি। এদের দায়িত্ব নিয়ে যদি তাও বিয়ের সানাইটা বাজাই দেয়া যায়।’

সেই সময় সঞ্চালক জয় প্রশ্ন করেন, প্রস্তাব দিলে কোনো নায়িকাকে আপনি বিয়ে করতে চান? জবাবে হিরো আলম বলেন, পপির কথাই বলি- ‘খালি বলে বিয়ে করুম, বিয়ে করুম।’ এখনও বিয়ে করতেছে না। এ রকম অনেক নায়িকা আছে। যারা বিয়ে করার জন্য রাজি হবে হয়তো।’

এ সময় কলকাতা থেকেও তাকে বিয়ের প্রস্তাব অনেকে দিচ্ছেন বলে জানান তিনি। 

তাদের প্রস্তাব ফিরিয়ে দেয়ার কারণ হিসেবে হিরো আলম বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান আছে, তাই বিয়ে করব না। কিন্তু অনেক নায়িকা আছে- দুঃখ লাগে তাদের এত কষ্ট দেখে, বয়স পার হয়ে যাইতেছে। এদের দুঃখ দূর করতে এক-আধটা বিয়ে করতেও পারি।’

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম